সাব এডিটরস কাউন্সিলের সম্পাদক পীরগঞ্জের আজাদ

তারিখ:

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন পীরগঞ্জের কৃতি সন্তান ও আজকের পত্রিকার মফস্বল সম্পাদক আবুল কালাম আজাদ। আর সভাপতি নির্বাচিত হয়েছেন, ডেইলি অবজারভারের নাছিমা আক্তার সোমা। আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক পদে ২৪৪ ভোট ও নাছিমা আক্তার সোমা ২৬৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

সভাপতি পদে সোমার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক ইত্তেফাকের আব্দুল বারী পেয়েছেন ২২৫ ভোট আর সাধারণ সম্পাদক পদে আজাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক নয়াদিগন্তের আমির হামজা পেয়েছেন ২১১ ভোট। ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের ভোটগ্রহণ সোমবার দুপুর ১টায় শুরু হয়। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

২০০০ সালে ঢাকার দৈনিক-অনলাইন, রেডিও-টিভি মিডিয়ার সাব-এডিটরদের নিয়ে এ সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। বর্তমানে এর ভোটার সংখ্যা ৯ শতাধিক।

সহ-সভাপতি কেএম শহীদুল হক (বাসস) ২৮৬ ভোট, যুগ্ম-সাধারণ সম্পাদক মুক্তাদির অনিক (বৈশাখী টিভি) ২২৭ ভোট, কোষাধ্যক্ষ একেএম ওবায়দুর রহমান (জনকণ্ঠ) ৩০৫ ভোট, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ইমন (সমকাল) ৩২৪ ভোট, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফা সুলতানা (সকালের খবর) ৩১৫ ভোট, দফতর সম্পাদক আবু কাউছার খোকন ২৯০ ভোট, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবুল কালাম (নয়াদিগন্ত) ২৯০ ভোট, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক অলক বিশ্বাস (ইত্তেফাক) ২৯৩ ভোট পেয়ে নির্বাচিত হন।

এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন দীপক ভৌমিক, নাসির উদ্দিন বুলবুল, আনজুমান আরা শিল্পী, আরিফ আবেদীন জিসান, আলম হোসেন, ইদ্রিস মাদ্রাজি, দিলরুবা খান, বিপ্লব কুমার পাল, মোমেনা আক্তার পপি, লাবিব রহমান ও সিদ্ধার্থ শঙ্কর ধর।

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্র পুলিশের অতিরিক্ত ডিআইজি

পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শাহজাদা মো. আসাদুজ্জামান...

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ

বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের...

১স্টার স্বীকৃতি পেল পীরগঞ্জ ফুটবল একাডেমি

ফিফা এএফসি ও বাফুফে কর্তৃক নিবন্ধিত একাডেমিতে ১স্টার স্বীকৃতি...

ড.এম এ ওয়াজেদ মিয়ার ১৩তম মৃত্যুবার্ষিকীতে পীরগঞ্জ ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর...