সিরাজউদ্দিন টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে লোক নিয়োগ

তারিখ:

সরকারি বিধি মোতাবেক বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কতৃর্ক মঞ্জুরীপ্রাপ্ত প্রতিষ্ঠান সিরাজউদ্দিন টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ১ম বার বি.এম. শাখা ও এস.এস.সি (ভোকেশনাল) শাখায়, ডাকঘর- রায়পুর, উপজেলা- পীরগঞ্জ, জেলা- রংপুর এ নিম্নবর্ণিত পদ সমূহে লোক নিয়োগ করা হবে।

ক্রমিক নংপদের নামপদসংখ্যাশিক্ষাগত যোগ্যতাঅভিজ্ঞতা
এইচ.এস.সি (ব্যবস্থায় ব্যবস্থাপনা) শাখা
০১অধ্যক্ষ০১ জনস্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং বা সমমানের বি.এস.সি টেকনিক্যাল এডুকেশন ডিগ্রি।অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিষয়ে ২য় শ্রেণির স্নাতকোত্তর/সমমান। অথবা ৪(চার) বছর মেয়াদী ২য় শ্রেণির স্নাতক/সমমান।(বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যাতিত শিক্ষা জীবনে অন্যান্য স্তরে যে কোন একটি ৩য় শ্রেণি/সমমান গ্রহনযোগ্য হবে)স্বীকৃত কোন শিক্ষা প্রতিষ্ঠানে প্রভাষক বা তদূর্ধ পদে ১২ বছরের শিক্ষকতা/প্রশাসনিক অভিজ্ঞতা
০২প্রভাষক ( বাংলা )০১ জনস্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি সহ ২য় শ্রেণি/সমমানের স্নাতকোত্তর ডিগ্রি ।অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে  ৪ (চার) বছর মেয়াদী ২য় শ্রেণির/সমমানের স্নাতক (সম্মান) ডিগ্রি।(বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যাতিত শিক্ষা জীবনে অন্যান্য স্তরে যে কোন একটি ৩য় শ্রেণি/সমমান গ্রহনযোগ্য হবে)সংশ্লিষ্ট বিষয়ে ইনডেক্সধারী/নিবন্ধনকৃত
০৩প্রভাষক ( ইংরেজী )০১ জনস্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি সহ ২য় শ্রেণি/সমমানের স্নাতকোত্তর ডিগ্রি ।অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে  ৪ (চার) বছর মেয়াদী ২য় শ্রেণির/সমমানের স্নাতক (সম্মান) ডিগ্রি ।(বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যাতিত শিক্ষা জীবনে অন্যান্য স্তরে যে কোন একটি ৩য় শ্রেণি/সমমান গ্রহনযোগ্য হবে)সংশ্লিষ্ট বিষয়ে ইনডেক্সধারী/নিবন্ধনকৃত
০৪প্রভাষক (ব্যাবস্থাপনা)০১ জনস্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক ডিগ্রি সহ ২য় শ্রেণি/সমমানের স্নাতকোত্তর ডিগ্রি ।অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে  ৪ (চার) বছর মেয়াদী ২য় শ্রেণির/সমমানের স্নাতক (সম্মান) ডিগ্রি ।(বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যাতিত শিক্ষা জীবনে অন্যান্য স্তরে যে কোন একটি ৩য় শ্রেণি/সমমান গ্রহনযোগ্য হবে)সংশ্লিষ্ট ট্রেডে ইনডেক্সধারী/নিবন্ধনকৃত
০৫প্রভাষক (কম্পিউটার অপারেশন)০২ জনস্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিষয়ে ০৪ (চার) বছর  মেয়াদী স্নাতক (সম্মান) ২য় শ্রেণি/সমমান । অথবা বিজ্ঞান বিভাগে ( পদার্থ, রসায়ন, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণিবিজ্ঞান, গণিত ও পরিসংখ্যান ) ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রিসহ সরকার অনুমোদিত যে কোন প্রতিষ্ঠান হতে কমপক্ষে ০৬ (ছয়) মাস মেয়াদী কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ।(বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যাতিত শিক্ষা জীবনে অন্যান্য স্তরে যে কোন একটি ৩য় শ্রেণি/সমমান গ্রহনযোগ্য হবে)সংশ্লিষ্ট ট্রেডে ইনডেক্সধারী/নিবন্ধনকৃত
০৬প্রভাষক (হিসাব রক্ষক)০২ জনস্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি সহ ২য় শ্রেণি/সমমানের স্নাতকোত্তর ডিগ্রি ।অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে  ৪ (চার) বছর মেয়াদী ২য় শ্রেণির/সমমানের স্নাতক (সম্মান) ডিগ্রি ।(বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যাতিত শিক্ষা জীবনে অন্যান্য স্তরে যে কোন একটি ৩য় শ্রেণি/সমমান গ্রহনযোগ্য হবে)সংশ্লিষ্ট বিষয়ে ইনডেক্সধারী/নিবন্ধনকৃত
০৭প্রভাষক (উদ্যোক্তা উন্নয়ন)০১ জনস্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিষয়ে স্নাতক ডিগ্রি সহ ২য় শ্রেণি/সমমানের স্নাতকোত্তর ডিগ্রি ।অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে  ৪ (চার) বছর মেয়াদী ২য় শ্রেণির/সমমানের স্নাতক (সম্মান) ডিগ্রি ।(বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যাতিত শিক্ষা জীবনে অন্যান্য স্তরে যে কোন একটি ৩য় শ্রেণি/সমমান গ্রহনযোগ্য হবে)।সংশ্লিষ্ট বিষয়ে ইনডেক্সধারী/নিবন্ধনকৃত
০৮কম্পিউটার ডেমোনেস্ট্রেটর০১ জনকম্পিউটার টেকনোলজিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা বিজ্ঞান/বাণিজ্য বিষয়ে ২য় শ্রেণির স্নাতক/সমমান । সরকার অনুমোদিত যে কোন প্রতিষ্ঠান হতে কমপক্ষে ০৬ (ছয়) মাস মেয়াদী কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে।(বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যাতিত শিক্ষা জীবনে অন্যান্য স্তরে যে কোন একটি ৩য় শ্রেণি/সমমান গ্রহনযোগ্য হবে) অথবা স্নাতকোত্তর/ সমমান পর্যায়ের ২য় শ্রেণি থাকলে অন্যান্য পর্যায়ের যে কোন ১টি তে  ৩য় শ্রেণি/বিভাগ গ্রহনযোগ্য হবে। 
০৯সহকারী লাইব্রেরিয়ান০১ জনস্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি সহ ২য় শ্রেণি/সমমান ডিগ্রি । অথবা ডিপ্লোমা-ইন-লাইব্রেরিয়ান পাশ হতে হবে । (বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যাতিত শিক্ষা জীবনে অন্যান্য স্তরে যে কোন একটি ৩য় শ্রেণি/সমমান গ্রহনযোগ্য হবে)। 
১০অফিস সহকারী০১ জনকোন স্বীকৃত বোর্ড হতে এইচ.এস.সি ২য় বিভাগ (সমমান জিপিএ)/এইচ.এস.সি (ব্যবসায় ব্যবস্থাপনা)(সমমান জিপিএ)/এইচ.এস.সি সমমান 
১১ল্যাব/শপ/কম্পিউটার এ্যাসিসটেন্ট০১ জনকোন স্বীকৃত বোর্ড হতে এইচ.এস.সি (ভোকেশনাল) /(ব্যবসায় ব্যবস্থাপনা) ২য় বিভাগ (সমমান জিপিএ)/ সমমান । এস.এস.সি.(ভোকেশনাল)/ দাখিল (ভোকেশনাল)পাশ । 
১২গার্ড-কাম এম.এল.এস.এস০১ জনএস.এস.সি পাশ/ সমমান। অথবা ৮ম শ্রেণি পাশ । 
এস.এস.সি ভোকেশনাল শাখায়
১৩সহকারী শিক্ষক বাংলা/ইংরেজী০১ জনস্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পর্যায়ে ৩০০ নম্বরের বাংলা/ ইংরেজী সহ স্নাতক ডিগ্রি/ সমমান এবং বিএড ডিগ্রি/সমমান । অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পর্যায়ে ৩০০ নম্বরের বাংলা/ ইংরেজী সহ স্নাতক ডিগ্রি/ সমমান । (বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যাতিত শিক্ষা জীবনে অন্যান্য স্তরে যে কোন একটি ৩য় শ্রেণি/সমমান গ্রহনযোগ্য হবে) ।সংশ্লিষ্ট বিষয়ে ইনডেক্সধারী/নিবন্ধনকৃত
১৪ট্রেড ইন্সট্রাকটর কম্পিউটার ও তথ্য প্রযুক্তি০২ জনসংশ্লিষ্ট টেকনোলজিতে ডিপ্লোমা – ইন –ইঞ্জিনিয়ারিং/টেকনিক্যাল এডুকেশন/ভোকেশনাল এডুকেশন-এ ২য় শ্রেণি/সমমান অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সহ সংশ্লিষ্ট ট্রেডে সরকার অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান হতে ০১ বছর প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ।(বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যাতিত শিক্ষা জীবনে অন্যান্য স্তরে যে কোন একটি ৩য় শ্রেণি/সমমান গ্রহনযোগ্য হবে) ।সংশ্লিষ্ট ট্রেডে ইনডেক্সধারী/নিবন্ধনকৃত
১৫ট্রেড ইন্সট্রাকটর জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস০২ জনসংশ্লিষ্ট টেকনোলজিতে ডিপ্লোমা – ইন –ইঞ্জিনিয়ারিং/টেকনিক্যাল এডুকেশন/ভোকেশনাল এডুকেশন-এ ২য় শ্রেণি/সমমান অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সহ সংশ্লিষ্ট ট্রেডে সরকার অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান হতে ০১ বছর প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ।(বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যাতিত শিক্ষা জীবনে অন্যান্য স্তরে যে কোন একটি ৩য় শ্রেণি/সমমান গ্রহনযোগ্য হবে)সংশ্লিষ্ট ট্রেডে ইনডেক্সধারী/নিবন্ধনকৃত
১৬ট্রেড ইন্সট্রাকটর সিভিল কন্সট্রাকশন০২ জন

সংশ্লিষ্ট টেকনোলজিতে ডিপ্লোমা – ইন –ইঞ্জিনিয়ারিং/টেকনিক্যাল এডুকেশন/ভোকেশনাল এডুকেশন-এ ২য় শ্রেণি/সমমান অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সহ সংশ্লিষ্ট ট্রেডে সরকার অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান হতে ০১ বছর প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ।অথবা স্নাতকোত্তর/সমমান পর্যায়ে ২য় শ্রেণি থাকলে সংশ্লিষ্ট ট্রেডে সরকার অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান হতে ০১ বছর প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ।

(বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যাতিত শিক্ষা জীবনে অন্যান্য স্তরে যে কোন একটি ৩য় শ্রেণি/সমমান গ্রহনযোগ্য হবে)

সংশ্লিষ্ট ট্রেডে ইনডেক্সধারী/নিবন্ধনকৃত
 

 

১৭

সহকারী শিক্ষক গণিত

 ০১ জন

স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি সহ ২য় শ্রেণি/সমমানের স্নাতকোত্তর ডিগ্রি ।অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে  ৪ (চার) বছর মেয়াদী ২য় শ্রেণির/সমমানের স্নাতক (সম্মান) ডিগ্রি ।(বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যাতিত শিক্ষা জীবনে অন্যান্য স্তরে যে কোন একটি ৩য় শ্রেণি/সমমান গ্রহনযোগ্য হবে)সংশ্লিষ্ট বিষয়ে ইনডেক্সধারী/নিবন্ধনকৃত
১৮সহকারী শিক্ষক বিজ্ঞান০১ জনস্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি সহ ২য় শ্রেণি/সমমানের স্নাতকোত্তর ডিগ্রি ।অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে  ৪ (চার) বছর মেয়াদী ২য় শ্রেণির/সমমানের স্নাতক (সম্মান) ডিগ্রি ।(বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যাতিত শিক্ষা জীবনে অন্যান্য স্তরে যে কোন একটি ৩য় শ্রেণি/সমমান গ্রহনযোগ্য হবে)সংশ্লিষ্ট বিষয়ে ইনডেক্সধারী/নিবন্ধনকৃত
১৯কম্পিউটার ডেমোনেস্ট্রেটর০১ জনকম্পিউটার টেকনোলজিতে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং অথবা বিজ্ঞান/বাণিজ্য বিষয়ে ২য় শ্রেণির স্নাতক/সমমান । সরকার অনুমোদিত যে কোন প্রতিষ্ঠান হতে নূন্যতম ০৬ (ছয়) মাস মেয়াদী কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ।(বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যাতিত শিক্ষা জীবনে অন্যান্য স্তরে যে কোন একটি ৩য় শ্রেণি/সমমান গ্রহনযোগ্য হবে) অথবা স্নাতকোত্তর/সমমান পর্যায়ের ২য় শ্রেণি থাকলে অন্যান্য পর্যায়ে যে কোন ১টি ৩য় শ্রেণি/বিভাগ গ্রহনযোগ্য হবে । 
২০ল্যাব/শপ/কম্পিউটার এসিসটেন্ট০২ জনকোন স্বীকৃত বোর্ড হতে এইচ.এস.সি (ভোকেশনাল) /(ব্যবসায় ব্যবস্থাপনা) ২য় বিভাগ (সমমান জিপিএ)/ সমমান । এস.এস.সি.(ভোকেশনাল)/ দাখিল (ভোকেশনাল)পাশ । 

 

 

 

আগ্রহী প্রার্থীদেরকে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের) দিনের মধ্যে ৩০০/- (তিনশত) টাকার ব্যাংক ড্রাফট/পোষ্টাল অর্ডার (অফেরৎ যোগ্য), সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রে সত্যায়িত ফটোকপি ও ৪ (চার) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি স্বহস্তে লিখিত আবেদন নিম্ন স্বাক্ষরকারীর বরাবর দরখাস্ত আহ্বান করা যাচ্ছে । মহিলা প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন ।

 সভাপতি
সিরাজউদ্দিন টেকনিক্যাল এন্ড ম্যানেজম্যান্ট কলেজ
ডাকঘর : রায়পুর ,উপজেলা : পীরগঞ্জ
জেলা : রংপুর ।
অপারগতায় : ০১৭১৬-৪৯৭৯০২


পীরগঞ্জ টোয়েন্টিফোর (www.pirganj24.com), বিজ্ঞপ্তি নম্বর C-2830

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

অনুবাদ করে জিতে নিন আকর্ষণীয় পুরষ্কার

অনুবাদ করুন আর জিতে নিন আকর্ষণীয় পুরষ্কার। অনুবাদকর্মকে সবার...