চলছে পাঁচ দিনব্যাপী রিহ্যাবের আবাসন মেলা ২০১৭

তারিখ:

পাঁচ দিনব্যাপী রিহ্যাবের আবাসন মেলা চলছে ঢাকার শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বৃহস্পতিবার পাঁচ দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন। বেশিরভাগ ক্রেতাই মাঝারি ধরণের ফ্ল্যাট খুঁজছেন ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৬০০ বর্গফুট আয়তনের, যার দাম এক থেকে দেড় কোটি টাকার মধ্যে চাইছে ক্রেতা। জানা যায় মেলায় মাঝারি আকারের ফ্ল্যাটের চাহিদা বেশি। ফলে ফ্ল্যাটের দামও পাঁচ থেকে দশ শতাংশ বেড়েছে।

রিহ্যাবের আবাসন মেলায় কমপ্রিহেনসিভ হোল্ডিংস ১৬০টি, বসুন্ধরা, মিরপুর ও উত্তরা এলাকার ৩৬টি  ফ্ল্যাট এবং মাওয়া রোডের ও পূর্বাচল প্লট বিক্রির জন্য প্রদর্শন করছে। মিরপুরে ১ হাজার ৪১০ বর্গফুটের ফ্ল্যাটের প্রতি বর্গফুটের দাম ধরা হয়েছে ৪ হাজার ২০০ টাকা। এশিয়ানের বসুন্ধরা ও উত্তরায় ১ হাজার ৪০০ বর্গফুটের ফ্ল্যাট আছে। বসুন্ধরায় প্রতি বর্গফুট ৬ হাজার ৫০০ টাকা এবং উত্তরায় প্রতি বর্গফুটের দাম ৮ হাজার। এশিয়ান ও পূর্বাচলের প্রতি কাঠা জমির দাম ৮-১০ লাখ ও  মাওয়ায় প্রতি কাঠা সাড়ে ৫ লাখ থেকে সাড়ে ৬ লাখ টাকায় বিক্রি করছে। এগুলো ছাড়াও তাদের পূর্বাচল এলাকায় ৫ কাঠার দোতলা বাড়ি আছে জমিসহ যেগুলোর প্রতিটির দাম দেড় কোটি টাকা।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত রিহ্যাবের আবাসন মেলা চলছে। মেলায় প্রবেশ টিকিটের দাম ৫০ টাকা। টিকিটের অর্থ গরীবদের সহায়তা করতে ব্যয় করা হবে। প্রবেশ টিকিটে র‍্যাফল ড্র এর বাবস্থা আছে। ১ম পুরস্কার একটি প্রাইভেট কার। সোমবার মেলা শেষ হবে ।

জোবায়েদা খাতুন ফ্ল্যাট ও বাড়ির সম্পর্কে বলেন, ফ্ল্যাট ও বাড়ি বানানোর জন্য ঋণ নিয়ে কাজের জন্য দরকারি কাগজপত্র নিয়ে আবেদন করতে হবে। ৭ দিনের মধ্যে সেটি যাচাই করে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। এরপরেই মূল আবেদন করতে হবে। এসব কারণে অনেক সহজ ও তাড়াতাড়ি ঋণ দেওয়া সম্ভব হচ্ছে হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের।

মেলায় বিভিন্ন আবাসন প্রতিষ্ঠানগুলো তাদের প্রকল্প প্রদর্শন করছে। বি-প্রপার্টি ডটকম প্রবেশ টিকিট এবং ড্রপ বক্সের স্পন্সর হয়েছে। টিকিট কাউন্টারের স্পন্সর হয়েছে ‘নাওয়াল কনস্ট্রাকশন লিমিটেড’। সর্বমোট ২৪ টি প্রতিষ্ঠান স্পন্সর হিসেবে অংশগ্রহণ করছে। ৫ দিনব্যাপী শুরু হওয়া রিহ্যাবের আবাসন মেলা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।

আরও পড়তে পারেন: পীরগঞ্জে বিজয় দিবসে নানা কর্মসূচি পালিত

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

2021 ZHEJIANG EXPORT ONLINE FAIR (Bangladesh-AUTO PARTS PRODUCTS) Opening!

Hosted by the Zhejiang Department of Commerce and undertaken...

Zhejiang Online Export Trade Fair

ZHEJIANG PROVINCE, CHINA EXPORT ONLINE FAIR –Zhejiang Online Export...

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা কাজেমীর মৃত্যু

বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা (চেঞ্জ ম্যানেজমেন্ট) আল্লাহ মালিক কাজেমী করোনা...

সোনার দাম বেড়েছে ! ২২ ক্যারেট সোনা ৬৯ হাজার ৮৬৭ টাকা !

এবার একলাফে সোনার দাম ৫ হাজার ৮২৫ টাকা বেড়ে...