ডলারের সংকট বেড়েই চলেছে

তারিখ:

ডলারের সংকট বেড়েই চলেছে, বিভিন্ন ব্যাংকগুলো প্রতিদিনের ডলারের প্রয়োজন মেটাতে বাংলাদেশ ব্যাংকের কাছে ধরনা দিচ্ছে। বিল পরিশোধে আমদানি পর্যায়ে ব্যাংকগুলোর ডলার সংকট ভয়াবহভাবে বাড়ছে। বাংলাদেশ ব্যাংক ডলার বিক্রিও করছে তাতেও চাহিদা মেটানো যাচ্ছে না। এই সুযোগে কিছু ব্যাংক অবৈধভাবে ৩ থেকে ৪ টাকা বেশি দরে ডলার বিক্রি করছে। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংককে অন্তত ১১টি ব্যাংক নোটিশ দিয়েছে। রপ্তানি উন্নয়ন তহবিল এই বাড়তি চাহিদা পূরণ করতে তাদের তহবিলের আকার ২৫০ কোটি থেকে ৩০০ কোটি করেছে।

ডলারের সংকটের ফলে চলতি মাসের পুরো সময় ডলারের সাথে দেশি টাকা শুধু দুর্বলই হয়েছে। ইংরেজি নতুন বছর ও বড়দিন উপলক্ষে ডলারের ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। বাজারে ডলার ছেড়েও সংকট কাটাতে পারছে না কেন্দ্রীয় ব্যাংক। গতকাল বুধবাররেও ডলারের আমদানিকারকদের ব্যয় ছিলো ৮৩ টাকা ২০ পয়সা, রপ্তানিকারক প্রতি ডলারে পেয়েছে সর্বোচ্চ ৮২ টাকা ৪৫ পয়সা এবং নগদ ডলারের বিক্রয়মূল্য সর্বোচ্চ ৮৪ টাকা ৭০ পয়সা।

ব্র্যাক ব্যাংক ডলারের ঘোষিত হার মানেনি যার কারণ দর্শানোর জন্য নোটিশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে এবং মার্কেন্টাইল ব্যাংকের অভিযোগের প্রেক্ষিতে ব্র্যাক ব্যাংকের কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্র্যাক ব্যাংক এ দুই ব্যাংকের গ্রাহকদের প্রায় ৪০ লাখ ডলারের রপ্তানি বিল বেশি দামে কিনে নিয়েছে, যার ফলে ডলারের সংকট আরও বেশি হয়।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, এ অর্থবছরে ১ম ৪ মাসে (জুলাই-অক্টোবর) ১ হাজার ৯২০ কোটি ডলারের এলসি খোলা হয়েছে যা পূর্বের বছরের একই সময়ের তুলনায় ২৭ শতাংশ বেশি। কিন্তু এ উক্ত সময়ে রপ্তানি বেড়েছে মাত্র ৭ দশমিক শূন্য ৩ শতাংশ। আপরদিকে টানা ২ অর্থবছর রেমিট্যান্স কমতে থাকে এবং এ অর্থবছরে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত রেমিট্যান্সে প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৮৯ শতাংশ।

ঋণপত্র খোলায় ব্যয় বৃদ্ধি পেয়েছে ফলে বিভিন্ন ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের কাছে ডলারের চাহিদা সৃষ্টি করছে। বাংলাদেশ ব্যাংক এ পর্যন্ত প্রায় ৭০ কোটি ডলার বাজারে ছেড়েছে তারপরেও ডলারের মূল্য নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ঢাকা ব্যাংকের এমডি ও এবিবির ভাইস চেয়ারম্যান  সৈয়দ মাহবুবুর রহমান এ ব্যাপারে বলেন,  ডলার যে পরিমাণ সরবরাহ হচ্ছে চাহিদা তার চেয়ে বেশি ফলে ডলারের দাম বাড়ছে।

আরও পড়তে পারেন: ভার্চুয়াল মুদ্রা বিটকয়েনে লেনদেন না করার নির্দেশনা

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

2021 ZHEJIANG EXPORT ONLINE FAIR (Bangladesh-AUTO PARTS PRODUCTS) Opening!

Hosted by the Zhejiang Department of Commerce and undertaken...

Zhejiang Online Export Trade Fair

ZHEJIANG PROVINCE, CHINA EXPORT ONLINE FAIR –Zhejiang Online Export...

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা কাজেমীর মৃত্যু

বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা (চেঞ্জ ম্যানেজমেন্ট) আল্লাহ মালিক কাজেমী করোনা...

সোনার দাম বেড়েছে ! ২২ ক্যারেট সোনা ৬৯ হাজার ৮৬৭ টাকা !

এবার একলাফে সোনার দাম ৫ হাজার ৮২৫ টাকা বেড়ে...