আন্তর্জাতিক কাস্টমস দিবস- চোরাচালান রোধে কাজ করে যাচ্ছে কাস্টমস

তারিখ:

আন্তর্জাতিক কাস্টমস দিবস আজ শুক্রবার (২৬ জানুয়ারি)। চোরাচালান রোধে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কাস্টমস। বাংলাদেশ যেন চোরাচালানের পথ হিসেবে কাজ না করে সেদিকে নজর রাখছে কাস্টমস কর্তৃপক্ষ। আজ শুক্রবার সকালে (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক কাস্টমস দিবসের র‌্যালিতে অংশ নিয়ে এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া এ কথা জানান।

র‌্যালির উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন- জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান, আফজাল হোসেন, ফজলুর রহমান বাবু, কণ্ঠশিল্পী ফেরদৌস আরা, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা সহ এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তাগন। র‌্যালি রাজধানীর সেগুনবাগিচার এনবিআর ভবন থেকে মৎস্য ভবন ও জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তা দিয়ে ঘুরে আসে। র‌্যালিতে এনবিআর এর অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অংশ গ্রহণ করে।

এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ১৮২টি দেশে কাস্টমস দিবস পালন করা হয়। ২০১০ সাল থেকে কাস্টমস দিবস পালন করে আসছে বাংলাদেশ। যার মধ্য বাংলাদেশ অন্যতম। আন্তর্জাতিক নিয়মনীতি মেনে কাজ করছে কাস্টমস। কাস্টমসের দায়িত্ব দিন দিন আরও বেড়ে চলছে।

তিনি আরও বলেন যে, বাংলাদেশ কাস্টমস কর্তৃপক্ষ চোরাচালান রোধ পাশাপাশি জঙ্গিদের অনুপ্রবেশ রোধ করতে কাজ করছে। অভ্যন্তরীণ সম্পদ সংরক্ষণ ও দেশের উন্নয়নমূলক কাজে সহায়তা করে যাচ্ছে কাস্টমস। রাজস্ব আহরণও বাড়ছে ফলে দেশ উন্নত হচ্ছে। মানুষকে পর্যাপ্ত সেবা দিতেও কাজ করছে কাস্টমস। এবারের আন্তর্জাতিক কাস্টমস দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘অর্থনৈতিক উন্নয়নের জন্য নিরাপদ বাণিজ্য পরিবেশ’।

এরপরে এনবিআর সন্ধ্যা ৬টার দিকে সোনারগাঁও হোটেলে এক সেমিনারের আয়োজন করেছে । এই সেমিনারে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমানসহ অনেকেই উপস্থিত থাকবেন। এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইয়া এসব তথ্য জানিয়েছেন।

আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক কাস্টমস দিবসের সফলতা কামনা করে আলাদা আলাদা শুভেচ্ছা বানী জানিয়েছেন। এই দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী ১০ টাকা দামের একটি স্মারক ডাক টিকিট, ১০ টাকা দামের উদ্বোধনী খাম এবং ৫ টাকা দামের একটি ডাটাকার্ড ও একটি বিশেষ সিলমোহর প্রকাশ করেছেন। তাছাড়া বিভিন্ন জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ এবং টেলিভিশনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আরও পড়তে পারেন: সোনার দাম আবারো বেড়ে ভরিতে ৫২ হাজার টাকা ছাড়াল

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

2021 ZHEJIANG EXPORT ONLINE FAIR (Bangladesh-AUTO PARTS PRODUCTS) Opening!

Hosted by the Zhejiang Department of Commerce and undertaken...

Zhejiang Online Export Trade Fair

ZHEJIANG PROVINCE, CHINA EXPORT ONLINE FAIR –Zhejiang Online Export...

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা কাজেমীর মৃত্যু

বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা (চেঞ্জ ম্যানেজমেন্ট) আল্লাহ মালিক কাজেমী করোনা...

সোনার দাম বেড়েছে ! ২২ ক্যারেট সোনা ৬৯ হাজার ৮৬৭ টাকা !

এবার একলাফে সোনার দাম ৫ হাজার ৮২৫ টাকা বেড়ে...