কর আদায় বাড়াতে এনবিআরের জরুরি সংস্কার করা হবে

তারিখ:

কর আদায় বাড়াতে এনবিআরের জরুরি সংস্কার করা হবে। বাংলাদেশ বিশ্বের যে সকল দেশে মোট দেশজ উৎপাদন অনুপাতে কম কর আদায় হয় তার মধ্যে অন্যতম। বর্তমানে মোট দেশজ উৎপাদন (জিডিপি) অনুপাতে কর আদায় হয় মাত্র ১০.২%। এই হার দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যেও সবচেয়ে কম। তবে করের হার সবচেয়ে বেশি। যার মধ্যে মোট করের মাত্র ৩% ব্যক্তি শ্রেণির আয়কর।

বিশেষজ্ঞরা মনে করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এবং চলমান কর আইনের ব্যাপক সংস্কার করে এই অবস্থার উন্নয়ন করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন কোর্স মাস্টারস অব একাউন্টেন্সি ইন ট্যাক্সেশন প্রোগ্রাম চালু করা হয় গতকাল ২৮ জানুয়ারি। উক্ত প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষজ্ঞরা এসব কথা বলেন।

ড. মিজানুর রহমান জানান, দেশ এখন অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে গিয়েছে। কিন্তু দক্ষ জনবলের অভাব আছে। বিদেশ থেকে লোকজন এসে এদেশে অনেক উচ্চ বেতনে চাকরি করার ফলে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে চলে যাচ্ছে। আপরদিকে দক্ষতার অভাবে বিশাল জনগোষ্ঠী বেকার হয়ে থাকছে। এই ঘাটতি পূরণে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে পেশাদারদের সুবিধার্থে দেশে প্রথম এই মাস্টারস অব একাউন্টেন্সি ইন ট্যাক্সেশন প্রোগ্রাম চালু করল ঢাবি।

এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, খুব তাড়াতাড়ি নতুন আয়কর ও শুল্ক আইন আসবে, ফলে কর সহায়ক হবে। দেশের চলমান আয়কর এবং শুল্ক আইন নিয়ে অনেক ধরণের সমালোচনা হয়েছে। তাই এই আইনকে বলা হচ্ছে সময় অনুপযোগী। কিন্তু নতুন বার্তা হল কয়েক মাসের মাঝেই নতুন আয়কর ও শুল্ক আইন আসবে। এই আইন অনেক সহজ এবং ব্যবসাবান্ধব করা হবে। ব্যবসায়ীদের সহায়তা করা হবে, হয়রানি নয়।

তিনি আরও বলেন, দেশকে অভ্যন্তরীণ সম্পদ আদায়ে স্বয়ংসম্পূর্ণ করতে বর্তমান সরকার নানারকম কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে। যার ফলে কর আদায় বাড়বে।

বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর বলেন, বাংলাদেশে করের হার অনেক বেশি হলেও কিন্তু কর আদায়ের পরিমাণ অনেক কম। শুল্কের উপর নির্ভরশীল আমাদের কর ব্যবস্থা। কিন্তু উন্নত দেশগুলোতে এইরকম না।

তিনি আরও বলেন- মোট করের মাত্র ৩% ব্যক্তি শ্রেণির আয়কর। কিন্তু যুক্তরাজ্যে এই কর প্রায় ৮৬%, মালয়েশিয়ায় ৭.৬%, অস্ট্রেলিয়াতে ৬২%, পাশের দেশ ভারতে ১১. ১০%। রাজস্ব ব্যবস্থাপনায় অদক্ষতার কারণে বাংলাদেশে এইরকম ঘটনার সৃষ্টি হয়েছে। মোট দেশজ উৎপাদন (জিডিপির) অনুপাতে কর আদায়ে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে খারাপ পর্যায়ে আছে বাংলাদেশ। জিডিপির বিপরীতে বর্তমানে বাংলাদেশে কর আদায় ১০.২%। কিন্তু পাশের দেশ ভারতে এই হার ১৬.৬%, পাকিস্তানে ১০.৬%, নেপালে ১৪.৪% এবং শ্রীলংকায় ১২.৪% কর আদায় হচ্ছে। আর বাংলাদেশে এই অবস্থার উন্নয়নে এনবিআরের ব্যাপক সংস্কার করা প্রয়োজন।

আরও পড়তে পারেন: সোনার দাম আবারো বেড়ে ভরিতে ৫২ হাজার টাকা ছাড়াল

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

2021 ZHEJIANG EXPORT ONLINE FAIR (Bangladesh-AUTO PARTS PRODUCTS) Opening!

Hosted by the Zhejiang Department of Commerce and undertaken...

Zhejiang Online Export Trade Fair

ZHEJIANG PROVINCE, CHINA EXPORT ONLINE FAIR –Zhejiang Online Export...

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা কাজেমীর মৃত্যু

বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা (চেঞ্জ ম্যানেজমেন্ট) আল্লাহ মালিক কাজেমী করোনা...

সোনার দাম বেড়েছে ! ২২ ক্যারেট সোনা ৬৯ হাজার ৮৬৭ টাকা !

এবার একলাফে সোনার দাম ৫ হাজার ৮২৫ টাকা বেড়ে...