৩৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ

তারিখ:

৩৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি); মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৩৭৯ জন। ৩৭তম বিসিএস লিখিত পরীক্ষা শেষ হয় চলতি বছরের ২৩ মে। প্রায় পাঁচ মাস ধরে পরীক্ষার ফলাফলের অপেক্ষায় আছেন পরীক্ষার্থীরা।

ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করে পিএসসির তথ্য কর্মকর্তা ইসরাত জাহান বলেন, আজ বিকালে ৩৭তম বিসিএস এর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে বিভিন্ন ক্যাডারে ৫ হাজার ৩৭৯ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। তার মধ্যে সাধারণ ক্যাডারে ২ হাজার ৯৪৩ জন, সাধারণ ও কারিগরি উভয় ক্যাডারে ১ হাজার ৭০১ জন, কারিগরি ক্যাডারে ৭৩৫ জন রয়েছে। এছাড়াও সহকারী সার্জেন্ট ক্যাডারে ৪৩৪ জন ও সহকারী ডেন্টাল সার্জেন্ট ক্যাডারে ৭ জন কৃতকার্য হয়েছেন।

গত বছরের ৩০ সেপ্টেম্বর ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী। প্রাথমিক বাছাই পরীক্ষায় ৮ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হন। তবে লিখিত পরীক্ষায় অংশ নেন ৮ হাজার ৩১ জন।

আরও পড়তে পারেন: ১২ বছরের মধ্যে এই প্রথম সাবমেরিন ক্যাবল বন্ধ হচ্ছে আজ থেকে

ফলাফল কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd তে পাওয়া যাচ্ছে। তাছাড়া টেলিটকে এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাচ্ছে। এক্ষেত্রে PSC37 <স্পেস> Registration Number লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠালে ফলাফল পাওয়া যাবে।

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

নভেম্বরে এসএসসি, ডিসেম্বরে এইচএসসি : শিক্ষামন্ত্রী

নভেম্বরের ২য় সপ্তাহে এসএসসি এবং ডিসেম্বরের ১ম সপ্তাহে এইচএসসি...

এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না

২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না,...

এইচএসসি পরীক্ষার তারিখ নিয়ে গুজবে বিভ্রান্ত হবেন না

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা চলতি বছরের কবে...

এবছর জেএসসি-জেডিসি পরীক্ষা হচ্ছেনা

এবছর (২০২০) জেএসসি-জেডিসি পরীক্ষা পরীক্ষা হবে না। বৃহস্পতিবার (২৭...