পাঠাও রাইডের সহ প্রতিষ্ঠাতা ফাহিমের নিউইয়র্কে খণ্ডিত লাশ উদ্ধার

তারিখ:

জনপ্রিয় রাইড শেয়ারিং অ্যাপস পাঠাও রাইডের সহ প্রতিষ্ঠাতা ফাহিম সালেহের লাশ নিউইয়র্কে তার নিজ ফ্লাটে উদ্ধার করা হয়েছে। নিউইয়র্কের স্থানীয় সময় ১৪জুন (মঙ্গলবার) দুপুর সাড়ে ৩টার দিকে ম্যানহাটনের তার নিজস্ব অ্যাপার্টমেন্ট থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে নিউইয়র্ক পুলিশ।

নিউইয়র্ক পুলিশ বলেছে, ফাহিমের বোন তার খোঁজ না পেয়ে হেল্পলাইন ৯১১-এ ফোন করলে নিউইয়র্ক পুলিশ ম্যানহাটনে ফাহিমের অ্যাপার্টমেন্টে গিয়ে তার খণ্ডিত মরদেহ পায়।

পুলিশের মুখপাত্র সার্জেন্ট কার্লোস নিভেস বলেন, ‘আমরা একটি খণ্ডিত মরদেহ পেয়েছি। যার মাথা, দুই হাত, দুই পা- সব শরীর থেকে আলাদা করা। তবে সবকিছুই ঘটনাস্থলে পড়ে ছিল। সাথে মরদেহের পাশে একটি বৈদ্যুতিক করাতও পাওয়া গেছে। এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের কোনো মোটিভ পাওয়া যায় নি’।

ফাহিমের অ্যাপার্টমেন্টের লিফটের নিরাপত্তা ক্যামেরায় ধারণকৃত ফুটেজের দেখে পুলিশ, গত ১৩ জুন (সোমবার) ফাহিমকে লিফটে উঠতে দেখা যায়। লিফটে ওঠার পরপরই আরেকজনকে উঠতে দেখা যায়। সম্ভবত তাকে অনুসরণ করেই অপরজনক লিফটে উঠেছিল। স্যুট পরিহিত হাতে গ্লাভস, মুখে মাস্ক ও মাথায় হ্যাট এবং হাতে একটি স্যুটকেসও ছিল।

অপর ফুটেজে দেখা যায়, ফাহিম নিজের ফ্লোরে উঠে লিফট থেকে নামার সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়েন। সম্ভবত লিফটেই তাকে গুলি বা অন্য কোনোভাবে আঘাত করা হয়েছিল। সে ছিল অত্যন্ত পেশাদার।’

পুলিশ অ্যাপার্টমেন্টে ফাহিমের খণ্ডিত মরদেহ পাওয়ার পর অ্যাপার্টমেন্ট ভবনটিকে ঘিরে রাখে। পরে গোয়েন্দারা ঘটনাস্থল থেকে পরীক্ষার জন্য আঙ্গুলের ছাপ ও ফরেনসিক নমুনা সংগ্রহ করেন।

পুলিশ আরো জানায়, যে অ্যাপার্টমেন্টে ফাহিমের মরদেহ পাওয়া গেছে তা গত বছর তিনি সাড়ে ২২ লাখ ডলারে কিনেছিলেন।

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন

বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে পেনসিলভেইনিয়ায় জয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের...

হাইয়া সোফিয়া মসজিদে জুম্মার নামাজ আদায় ৮৬ বছর পর

তুরস্কের রাজধানী ইস্তাম্বুল শহরের খ্যাতনামা জাদুঘর হাইয়া সোফিয়া-কে মসজিদে...

অক্সফোর্ডের করোনা (কোভিড-১৯) ভ্যাকসিন সফলভাবে মানবদেহে কার্যকরী

যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের উদ্ভাবিত করোনা (কোভিড-১৯) ভ্যাকসিন পরীক্ষামূলক...

ব্যক্তিগত সহকারীর হাতে ফাহিম সালেহ খুন হন

তরুণ উদ্যোক্তা মোবাইল অ্যাপভিত্তিক রাইড সেবাদাতা পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা বাংলাদেশি...