জোর করে ওরাল সেক্স ধর্ষণ কি? জানাবেন আদালত

তারিখ:

বৈবাহিক জীবনে যৌন মিলনের সময় স্ত্রীর সঙ্গে জোর করে ওরাল সেক্স করলে তা ধর্ষণ হিসেবে বিবেচিত হবে কি না—এ বিষয়ে ভারতের গুজরাট হাইকোর্ট সিদ্ধান্ত নেবেন। তাছাড়া স্ত্রী যদি অভিযোগ করে এই বিষয়ে তাহলে স্বামীর বিরুদ্ধে বিচার চালানো যাবে কি না, তা-ও আদালত জানাবেন। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ পেয়েছে। ওরাল সেক্স মূলত যৌনক্রিয়ার ক্ষেত্রে মৌখিক স্পর্শ বা মুখমেহন করাকে বোঝায়।

ভারতের গুজরাটের সবরকাঁথা জেলার এক নারী সোমবার (০৬ নভেম্বর) তার স্বামীর বিরুদ্ধে জোর করে ওরাল সেক্স করার অভিযোগে গুজরাট হাইকোর্টে এজাহার করেছিলেন। ওই নারীর স্বামীও হাইকোর্টে পাল্টা আবেদন করেন। আবেদনে তিনি বলেন, যেহেতু তারা বিবাহিত সেহেতু স্ত্রীর সঙ্গে তাঁর এই আচরণ কোনোভাবেই ধর্ষণের মতো অপরাধের আওতায় পড়ে না।

এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (০৭ নভেম্বর) বিচারপতি জে বি পরদিওয়ালা রাজ্য সরকার ও ওই নারীর কাছে সমন পাঠিয়েছেন। বিচারপতি পরদিওয়ালা বলেছেন, ‘ভারতে বৈবাহিক ধর্ষণের ঘটনা ঘটে। বৈবাহিক ধর্ষণ পারস্পরিক বিশ্বাস ও আত্মবিশ্বাস ভিত নষ্ট করে। বিবাহিত নারীদের একটা বড় অংশ বৈবাহিক ধর্ষণের শিকার হন।’

আরও পড়তে পারেন: ১০ রোল টয়লেট পেপার দিয়ে তৈরি বিয়ের পোশাক

আদালতের আদেশে বলা হয়, স্ত্রীকে ওরাল সেক্সে বাধ্য করা হলে স্বামীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা অনুযায়ী মামলা হবে কি না বা ওই স্বামীর বিরুদ্ধে কোন ধারায় বিচার হবে—এ বিষয়ে আদালত পরে সিদ্ধান্ত দেবেন।

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন

বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে পেনসিলভেইনিয়ায় জয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের...

হাইয়া সোফিয়া মসজিদে জুম্মার নামাজ আদায় ৮৬ বছর পর

তুরস্কের রাজধানী ইস্তাম্বুল শহরের খ্যাতনামা জাদুঘর হাইয়া সোফিয়া-কে মসজিদে...

অক্সফোর্ডের করোনা (কোভিড-১৯) ভ্যাকসিন সফলভাবে মানবদেহে কার্যকরী

যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের উদ্ভাবিত করোনা (কোভিড-১৯) ভ্যাকসিন পরীক্ষামূলক...

ব্যক্তিগত সহকারীর হাতে ফাহিম সালেহ খুন হন

তরুণ উদ্যোক্তা মোবাইল অ্যাপভিত্তিক রাইড সেবাদাতা পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা বাংলাদেশি...