ভিডিও কনফারেন্সে পীরগঞ্জের ৩টি প্রকল্পের উদ্বোধন করলেন স্পীকার

তারিখ:

করোনায় সচেতন থাকার আহ্বান জানিয়ে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়ন হচ্ছে সর্বক্ষেত্রে। আর যার সুফল পাচ্ছে দেশের মানুষ। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবন চত্ত্বরের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে পীরগঞ্জের ৩টি প্রকল্পের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে স্পীকার ওই কথা বলেন।

স্পীকার উপজেলা সদরের প্রজাপাড়া টালিমেশিন মৃৎশিল্প সমবায় সমিতি, সুপেয় পানীয় জলের সমস্যা সমাধানের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে ২২ টি আয়রন ট্রিটমেন্ট প্লান্ট এবং পীরগঞ্জ পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার উন্নতিকরণ প্রকল্পের আওতায় নির্মিত সলিড ওয়েস্ট ল্যান্ডফিল প্রকল্পের উদ্বোধন করেন। এ উপলক্ষে পীরগঞ্জ উপজেলা অডিটরিয়াম হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রাণী রায় এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দীন ভূঞা জনী, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমিন বুলেট, সমাজসেবা কর্মকর্তা আরিফুল রহমান, মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, পিআইও মিজানুর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. আজিজুর রহমান রাঙ্গা, সাধারণ সম্পাদক পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, সাবেক ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানু, পৌর আ’লীগের সভাপতি হাইফুজ্জামান ফুল, সম্পাদক আশিয়ার রহমান মাস্টার প্রমূখ।

স্পীকার তাঁর বক্তব্যে আরও বলেন- মৃৎশিল্পের উন্নয়নেও সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন। তাদের জীবন মান উন্নয়নে সরকার প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছে। এতে মৃৎশিল্পের সঙ্গে জড়িতদের কর্ম দক্ষতা বৃদ্ধি পাবে। পীরগঞ্জের সার্বিক উন্নয়ন প্রসঙ্গে স্পীকার বলেন, সারাদেশের ন্যায় পীরগঞ্জেও ব্যাপক উন্নয়ন কাজ চলছে এবং এ ধারা আগামীতেও অব্যাহত থাকবে। বিভিন্ন বাস্তবায়িত প্রকল্প তুলে ধরে তিনি বলেন- ভেন্ডাবাড়ীতে মহিলা প্রশিক্ষণ কেন্দ্র, উপজেলা সদরে যুব প্রশিক্ষণ কেন্দ্র এবং উপজেলা সদরে ১ হাজার আসন বিশিষ্ট মাল্টিমিডিয়া অডিটোরিয়াম হল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্র পুলিশের অতিরিক্ত ডিআইজি

পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শাহজাদা মো. আসাদুজ্জামান...

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ

বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের...

১স্টার স্বীকৃতি পেল পীরগঞ্জ ফুটবল একাডেমি

ফিফা এএফসি ও বাফুফে কর্তৃক নিবন্ধিত একাডেমিতে ১স্টার স্বীকৃতি...

ড.এম এ ওয়াজেদ মিয়ার ১৩তম মৃত্যুবার্ষিকীতে পীরগঞ্জ ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর...