পঙক্তির বেশে – তাহসীন জাওয়াদ

তারিখ:

কত রঙিন এসব অগোছালো রঙ
অস্ফুটস্বরে সবই আজ একাকার
যাদের মাঝে সময় নিজেকে সাজায়
আকাশ নীলেতে মাখে ঐ সাদা স্ফুলিঙ্গ
তুমি তারই মাঝের কোনো প্রস্ফুরণ
এ অনুভূতির ইচ্ছে আর স্বপ্নে ভরা।

যতবার কঠোরতা এড়িয়ে গিয়েছি
আবেশ মোড়া হৃদয় লুটিয়ে পড়েছে
আর তোমার ঠিকানা সে তো নেই আর
নেই আর সে মেঘের পানে আবদার
নেই আর এই গল্পে কিংবা একাকিত্বে
জানি সব হারিয়েছে ভুলেরই রোদে।

ভবিষ্যত কারো লোপ কারো বা রঙিন
শ্রাবণ হাওয়া হয়ে কারো বা কঠিন

অবোধ কবিতা হয়ে সব অর্থহীন
তোমার সে স্পর্শলোভে বাড়ছে যে ঋণ

কতবার সাজিয়েছি চিরচেনা ক্ষণ
সবটাই আজ শেষ কিছুটা ক্ষোভের
সে ক্ষোভ শূণ্যতা হয়ে থেকে যায় ঢের

তবু খুঁজি আলো সেথা আঁধারের শেষে
মাখি রোদ-নীল রঙ স্তব্ধতার রেশে
সয়ে যাই সারাক্ষণ পঙক্তির বেশে।

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

কেউ সালামি দেয়নি (প্যারোডি) – এ.এইচ.এম মোবাশ্বের

কেউ সালামি দেয়নি, বাইশ বছর কাটলো কেউ সালামি দেয়নি।ছেলেবেলায়...

নাক ডাকা – অপূর্ব বর্মন

নাক ডাকে আর নিত্য জাগে,শব্দ ছোটে সবার আগে;নাগরাটার আর...

হারানো তুমি – সুব্রত কুমার বর্মন

সত্তার অন্তরালে লুকিয়ে থাকা কিছু সত্য,অথবা কিছু মিথ্যের আড়ালে...

বাঙালির রেড জোন – রোহিত হাসান কিছলু

টিভিতে খবরটা দেখেই খুশিতে লাফিয়ে উঠলেন সামাদ সাহেব। তারপর...