সাহারা খাতুনের অবস্থার অবনতি আবার আইসিইউতে

তারিখ:

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের অবস্থার অবনতি হওয়ায় আবার আইসিইউতে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী মুজিবুর রহমান।

ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার সকালে তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।

মুজিবুর রহমান জানান, গত ২২ জুন সাহারা খাতুনের অবস্থার উন্নতি হলে ঐদিন দুপুরে তাকে আইসিইউ থেকে এইচডিইউতে নেওয়া হয়েছিল। শুক্রবার (২৬ জুন) সকালে তার শারীরিক অবস্থার অবনতি হয়। উনার হার্টবিট পাওয়া যাচ্ছিল না। পাঞ্চ করে হার্টবিট ফিরিয়ে আনা হয়েছে। এরপর দুপুরের দিকে তাকে এইচডিইউ থেকে আবারও আইসিইউতে নেওয়া হয়েছে।’

তিনি আরো জানান, গত বুধবার সাহারা খাতুনের চিকিৎসায় মেডিকেল বোর্ড বৈঠক করে। তারা জানিয়েছিল, উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া যেতে পারে। উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়ার বিষয়ে তার পরিবারের পক্ষ থেকেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেছেন। কিন্তু পৃথিবীর যে পরিস্থিতি,বুঝতেই পারছেন…।’

এর আগে গত ২ জুন সাহারা খাতুন জ্বর ও অ্যালার্জির সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। তবে তার করোনা পরীক্ষার রেজাল্ট নেগেটিভ এসেছে।

সাহারা খাতুন তিন মেয়াদে ঢাকা-১৮ আসনের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তিনি প্রথমে স্বরাষ্ট্র এবং পরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ

বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের...

বঙ্গবন্ধুর ১০২ তম জন্মদিনে পীরগঞ্জ ছাত্রলীগের মিলাদ ও দোয়া মাহফিল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন...

পীরগঞ্জে আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রংপুরের পীরগঞ্জে আজ বুধবার দুপুরে দলীয় কার্যালয়ে আওয়ামীলীগের ৭২...

চলে গেলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন

চলে গেলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী...