নির্বাচনী প্রচারে খালেদা জিয়া

তারিখ:

২০০৮ সালের সংসদ নির্বাচনের পর এই প্রথম নির্বাচনী প্রচারণায় নামলেন খালেদা

আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিধি-নিষেধের বেড়াজালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের স্থানীয় সরকারের এই নির্বাচনে প্রচার চালানোর সুযোগ না থাকলেও খালেদা তা পাচ্ছেন।

সরকারবিরোধী আন্দোলন শিথিল করে সিটি নির্বাচনে এসে খালেদা জিয়া গত মঙ্গলবার পহেলা বৈশাখে নয়া পল্টনে বর্ষবরণের অনুষ্ঠানে বক্তব্যে ব্যালটে ‘নীরব বিপ্লব’ ঘটাতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছিলেন। তবে সরাসরি প্রচারে শনিবারই প্রথম নামলেন।

শনিবার বিকেল সাড়ে চারটায়  দল সমর্থিত প্রার্থী আউয়ালের পক্ষে ভোট চাইতে সরাসরি মাঠে নেমে গুলশান, বনানী, মহাখালী ও বাড্ডা এলাকায় জনসংযোগ চালান বিএনপি চেয়ারপারসন। এ সব এলাকার বিপণি বিতানের বিভিন্ন দোকানে ঢুকে তাবিথের প্রচারপত্র বিলি করেন।  বাস প্রতীকের প্রার্থী তাবিথ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টুর ছেলে। এরপর রাত ৯টা ৪ মিনিটে তিনি তার গুলশানের বাসা ফিরোজায় পৌঁছান।

সন্ধ্যা ৭টার দিকে বনানীর ১১ নম্বর সড়কে যোগ দেন তাবিথ আউয়াল। শ’ খানেক নেতা-কর্মী বেষ্টিত হয়ে খালেদার এই প্রচারে সঙ্গে ছিলেন দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানা, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।

গুলশান-১ নম্বরে গাড়ি নেমে যখন ওষুধের একটি দোকানে তিনি ঢুকলে, সেখানে থাকা ফল ব্যবসায়ী বৃদ্ধ আসলাম আলী খালেদাকে সালাম দিয়ে বলেন, “ম্যাডাম ইনশাল্লাহ ভোটে আপনারই বিজয় হবে।”

বনানী সুপার মার্কেটে একজন নারীর হাতে তাবিথের প্রচারপত্র দিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, “ভোট দেবেন। তাবিথ তরুণ প্রজন্ম। আমরা পরিবর্তনের পক্ষে, প্লিজ ভোট দিতে কেন্দ্রে যাবেন।”

ওই নারী তখন খালেদাকে বলেন, “ম্যাডাম অবশ্যই ভোট দেব, আমিও পরিবর্তন চাই।”

হাতির ঝিলে একজন তরুণ পথচারীকে ডেকে কথা বলেন বিএনপি চেয়ারপারসন। তিনি জানতে চান- “কেমন আছ।” ওই তরুণের উত্তর আসে, “ম্যাডাম ভালো নেই। নেতিবাচক রাজনীতি আমরা দেশে দেখতে চাই না।”

তখন খালেদা জিয়া বলেন, “আমরা নেতিবাচক রাজনীতি করি না। আমরা তোমাদের জন্য ইতিবাচক রাজনীতি করি। তোমরা নতুন প্রজন্মের, তাই উত্তরে তোমাদের প্রজন্মের তাবিথ আউয়াল সমর্থন দিয়েছে, তাকে নির্বাচিত করবে।”

গোলাপি শাড়ি পরা খালেদা জিয়া প্রচারের পুরোটা সময় বিভিন্নজনের সঙ্গে কথা বলেন, মানুষের হাতে তুলে দেন তাবিথের প্রচারপত্র।

জনগণের প্রতিক্রিয়া কেমন পেলেন- প্রচার শেষে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি হেসে বলেন, “আপনারা তো আমার সাথেই আছেন। দেখতে পাচ্ছেন, মানুষের সাড়া কেমন। জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি।”

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ

বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের...

বঙ্গবন্ধুর ১০২ তম জন্মদিনে পীরগঞ্জ ছাত্রলীগের মিলাদ ও দোয়া মাহফিল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন...

পীরগঞ্জে আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রংপুরের পীরগঞ্জে আজ বুধবার দুপুরে দলীয় কার্যালয়ে আওয়ামীলীগের ৭২...

চলে গেলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন

চলে গেলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী...