মানুষ এবং ‘এলিয়েন’!

তারিখ:

কল্পনা করুন তো- কোনো একদিন সকালে উঠে জানতে পারলেন সেদিনের ‘মহা-ব্রেকিং নিউজ’ হলো দুনিয়ার ইতিহাসে মানুষ প্রথমবারের মতো পৃথিবীর বাইরের প্রাণীদের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছে! কেমন হবে আপনার অনুভূতি? দারুণ শিহরণ জাগানো নিশ্চয়।

এমন দিন কখনো আসবে কিনা তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা না গেলেও এলিয়েনের খোঁজে মানুষ কিন্তু বেশ সিরিয়াস ভাবেই নেমে পড়েছে। সঠিকভাবে বলতে গেলে মানুষ তাদের প্রযুক্তিগত সীমাবদ্ধতা সত্ত্বেও বেশ আগে থেকেই পৃথিবীর বাইরের প্রাণীর ব্যাপারে সচেতন ছিল। যার প্রমাণ পাওয়া যায় মহাকাশ যান ভয়েজারে করে পৃথিবীর বাইরের কোনো বুদ্ধিমত্তার উদ্দেশ্যে পাঠানো বার্তা! যদি যানটি কোনো এলিয়েনের হাতে পৌঁছে যায় তখন যেন বুঝতে পারে যে সুদূর মহাকাশের কোনো এক গ্রহ থেকে তাদের প্রতি শুভেচ্ছা পাঠানো হয়েছে! মজার বিষয় হলো সেখানে কিন্তু বাংলা ভাষায়ও বার্তা যুক্ত করা হয়েছিল!

বাস্তবতা হলো এখন পর্যন্ত এলিয়েনের বিচরণ বৈজ্ঞানিক কল্পকাহিনী উপন্যাস, সায়েন্স ফিকশন মুভি আর কল্পনা বিলাসিদের ফ্যান্টাসিতেই সীমাবদ্ধ। যদিও নানা সময় পৃথিবীর বেশ কিছু দেশের মানুষ (বিশেষ করে আমেরিকার) ইউএফও দেখার দাবি করেছেন। কিন্তু শেষ পর্যন্ত কোনো দাবিই প্রমাণের অভাবে হালে পানি পায়নি।

এমন বেশকিছু ঘটনার পেছনে দায়ী মনে করা হয় মার্কিন বিমান বাহিনীর ব্যবহৃত কিছুটা গোল দর্শন Lockheed U-2A ও Lockheed SR-71 বিমানকে। আমেরিকায় অনেকেই বিশ্বাস করেন এলিয়েন আছে আর তারা আমাদের মাঝেই ঘুরে বেড়ায়!

aliens-et

এলিয়েনদের মনোযোগ আকর্ষণের চিন্তা অনেক আগে থেকেই মানুষ করেছিল। বিখ্যাত গণিতবিদ কার্ল এফ. গাউস বলেছিলেন সাইবেরিয়া এলাকায় একটা বড় ত্রিভুজ বানানো উচিৎ। যাতে আমরা সহজেই মহাকাশের প্রাণীদের চোখে পড়তে পারি! জে.জে. ভন লেট্টো ভেবেছিলেন সাহারা মরুভূমিতে বিরাট বড় একটা আকাবাকা নালা করে তাতে কেরোসিন তেল ঢেলে রাতের বেলা আগুন জ্বালিয়ে দেয়া যেতে পারে! সি. গ্রোস মনে করেছিলেন একটা বিশাল আয়না বানিয়ে তাতে সূর্যের রশ্মি প্রতিফিত করলে হয়তো এলিয়েনদের চোখে পড়া যেতে পারে!

তবে একটা কথা মনে রাখতে হবে পৃথিবীর বাইরে প্রাণের বিকাশ ঘটলেও যে তা যথেষ্ট বুদ্ধিমান হয়েছে সেটাতো বলা যায় না। এলিয়েন বললেই আমরা কল্পনা করে নেই দারুণ বুদ্ধিমান কোনো প্রাণীকে। কিন্তু দেখা গেল কোনো এক গ্রহে আমরা প্রাণী খুঁজে পেলাম বটে তবে তাদের বুদ্ধিমত্তা আমাদের পৃথিবীর মাকড়সার সমান, তখন?

মহাকাশে মানুষের মতো কিংবা তার চেয়েও বেশি বুদ্ধিমত্তার প্রাণী থাকার সম্ভাবনা কতটুকু তা নিয়ে বিশ্বখ্যাত বিজ্ঞানী পল ড্রেকের একটি মজার সমীকরণ আছে। পাশাপাশি এই ব্যাপারে ‘ফার্মির হেয়ালির’ কথা সবার জানা। তাঁর মতে সত্যিই যদি বুদ্ধিমান প্রাণী মহাকাশে থেকে থাকে তাহলে তাঁরা আমাদের সাথে যোগাযোগ করছে না কেন? এই বিষয়ে ‘ওয়াও সংকেতের’ কথা না বললেই নয়। ১৯৭৭ সালের ১৫ আগস্ট ওহিও স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক জেফ আর. বেহম্যান ‘বিগ এয়ার’ বেতার দূরবীক্ষণ যন্ত্রে এক অদ্ভুত রেডিও সংকেত রেকর্ড করেন। ঐ ধরনের সিগনাল মহাকাশ থেকে আদৌ আসার কথা নয়। সিগনালটি ৭২ সেকেন্ড ধারণ করার পর বন্ধ হয়ে যায়।

ভিন গ্রহের প্রাণ নিয়ে মানুষের সাম্প্রতিক গবেষণার খবরও বেশ আগ্রহ উদ্দীপক। সম্প্রতি রাশিয়ান ধনকুবের ইউরি মিলার ‘ব্রেক থ্রু লিচনার’ নামে এলিয়েন খোঁজার দশ বছর মেয়াদী এক বিশাল গবেষণা প্রকল্প ঘোষণা করেছেন। যার সাথে যুক্ত থাকবেন স্টিফেন হকিং। এতে ব্যবহার করা হবে ‘গ্রীন ব্যাংক’ ও ‘পারকেস’ নামে দুটি টেলিস্কোপ। পাশাপাশি আমেরিকান গবেষকরাও মেক্সিকোতে একটি আড়াই’শ ফুট দৈর্ঘ্যের ‘কালাসাস’ টেলিস্কোপ বসাতে চান ভিন গ্রহের প্রাণী নিয়ে গবেষণা করার জন্য। যা ৬০-৭০ আলোক বর্ষ দূরের গ্রহের জৈবিক তাপমাত্রার হেরফের মাপতে সক্ষম হবে।

স্টিফেন হকিং
প্রফেসর স্টিফেন হকিং

তবে স্টিফেন হকিং কিন্তু গবেষকদের সতর্ক করে দিয়েছেন! তিনি বলেছেন এলিয়েনদের বেশী ঘাটানো বা বিরক্ত করা ঠিক হবেনা! তারা আবার আক্রমণ করে বসতে পারে! অন্যদিকে গবেষকরা বলেছেন তারা ভিন গ্রহের প্রাণীদের বিরক্ত করবেন না, তাঁরা শুধু গবেষণা করতে চান।

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

কী হয়েছিল ফেইসবুকে? – রাগিব হাসান

অক্টোবর ৪ ২০২১ আমেরিকার কেন্দ্রীয় সময় সকাল ১১টা থেকে...

পীরগঞ্জে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার এর ভিত্তিপ্রস্তর স্থাপন

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি...

সাবহানাজ রশিদ দিয়া হলেন ফেসবুক বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা

বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা হিসেবে সাবহানাজ রশিদ দিয়া ফেসবুকে নিয়োগ...

সি-মি-উই-৫ এর পাওয়ার ক্যাবল কাটা পড়ায় ধীরগতির ইন্টারনেট

বাংলাদেশ ২০০৫ সালে প্রথম সাবমেরিন কেবল ‘সি-মি-উই-৪’ এ যুক্ত...