হারানো তুমি – সুব্রত কুমার বর্মন

তারিখ:

সত্তার অন্তরালে লুকিয়ে থাকা কিছু সত্য,
অথবা কিছু মিথ্যের আড়ালে লুকানো বুমেরাং ভালোবাসা।
ফাটা ঠোঁটের আধো বুলিতে কিছু অস্পষ্ট প্রকাশ
বোঝনি তুমি।

রক্তিম আলোতে এ কঙ্কালসার দেহের মধ্যমায়,
কিছু উপচে পড়া কান্নার ঢেউ কিংবা সুপ্ত আর্তনাদ,
কভু দেখোনি তুমি।

শিরায় শিরায় কিছু লোহিত স্রোতের ব্যর্থতার শব্দ,
কিংবা কুণ্ডলি পাকানো অগ্নি চোখের ভাষা,
কখনো পড়নি তুমি।

এ হাওয়ায় মিশে থাকা কিছু মিথ্যে ঘামের গন্ধ,
বৃষ্টি বাতাসে ভেসে চলে গেছে,
তবুও জানোনি তুমি।

দুটো অন্ধ চোখের রঙ্গিন দৃষ্টির শেষ সীমানায় দাড়িয়ে ছিলে তুমি, নিভে যাওয়া কিছু আলোকে জ্বালাতে।
অদূরে দাড়িয়েও বোঝনি তুমি।

পয়ত্রিশ কিংবা চল্লিশে যখন দেখা হবে,
তবুও জানবেনা কিছু মৃত্যুর মিছিলে লুকিয়ে থাকা স্লোগানে ছিলে তুমি কারো গল্পে।

কিছু মিথ্যে ভয়ে হারিয়ে গিয়েছো তুমি কারো সত্তার অন্তরালে।

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

কেউ সালামি দেয়নি (প্যারোডি) – এ.এইচ.এম মোবাশ্বের

কেউ সালামি দেয়নি, বাইশ বছর কাটলো কেউ সালামি দেয়নি।ছেলেবেলায়...

নাক ডাকা – অপূর্ব বর্মন

নাক ডাকে আর নিত্য জাগে,শব্দ ছোটে সবার আগে;নাগরাটার আর...

পঙক্তির বেশে – তাহসীন জাওয়াদ

কত রঙিন এসব অগোছালো রঙঅস্ফুটস্বরে সবই আজ একাকারযাদের মাঝে...

বাঙালির রেড জোন – রোহিত হাসান কিছলু

টিভিতে খবরটা দেখেই খুশিতে লাফিয়ে উঠলেন সামাদ সাহেব। তারপর...