অনিবন্ধিত সিম চিরতরে বন্ধ করে দেওয়া হবে

তারিখ:

যদি ১মে এর মধ্যে সিম নিবন্ধন না করা হয় তো অনিবন্ধিত সিম চিরতরে বন্ধ করে দেওয়া হবে

বায়োমেট্রিক পদ্ধতিতে (আঙুলের ছাপ) মোবাইলফোনের সিম নিবন্ধন আগামী ৩০ এপ্রিল শেষ হচ্ছে। এরপরে আর সময় বাড়ানো হবে না। তবে ওই সময়ের পরে যেসব সিম অনিবন্ধিত থাকবে সেগুলো ১ মে থেকে পর্যায়ক্রমে কিছু সময়ের জন্য বন্ধ রেখে গ্রাহকদের সতর্ক করা হবে। এরপরও যদি গ্রাহক সিম নিবন্ধন না করেন তাহলে অনিবন্ধিত সিম চিরতরে বন্ধ করে দেওয়া হবে ।

অনিবন্ধিত সিমের ক্ষেত্রে ১ মে এক ঘণ্টা, ২ মে ৩ ঘণ্টা, ৩ মে আরও বেশি সময়- এভাবে পর্যায়ক্রমে সিম বন্ধ রাখা হবে। গ্রাহকরা তারপরও যদি সিম নিবন্ধন না করেন তাহলে সেসব সিম একেবারে বন্ধ করে দেওয়া হবে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, সোমবার পর্যন্ত ৬ কোটি ৩৫ লাখ সিমের নিবন্ধন সম্পন্ন হয়েছে। এ অগ্রগতি সন্তোষজনক। আশা করি, বাকি দিনগুলোতে উল্লেখযোগ্যসংখ্যক সিম নিবন্ধন সম্পন্ন হবে।

তারানা হালিম বলেন, এর মধ্যে কিছু সিম (যেগুলো বিভিন্ন ধরনের অপকর্মে ব্যবহার যেমন অবৈধ ভিওআইপি, হুমকি-ধমকি,সন্ত্রাসী কার্যক্রমে) এমনিই বন্ধ হয়ে যাবে, ওগুলোর নিবন্ধন কেউ করবে না। সেই হিসেবে নির্দিষ্ট সময়ের মধ্যে একটি উল্লেখযোগ্যসংখ্যক সিম নিবন্ধনের কাজ শেষ হবে।

তিনি আরো বলেন, আমরা আগেও বলেছি, এখনো বলছি, ৩০ এপ্রিল বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের শেষ সময়। যারা এখনো পুনঃনিবন্ধন করেননি, তারা যেন এই সময়ের মধ্যে সিম নিবন্ধন শেষ করেন। সারা দেশে মোবাইল অপারেটরগুলোর কাস্টমার কেয়ার, সরকারি ডাক বিভাগ, স্থানীয় নির্বাচন কমিশন কার্যালয়ে সিম নিবন্ধন কার্যক্রম চলছে। সেখান থেকে গ্রাহকরা এই সেবা নিতে পারবেন।’

নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির হিসাবে গত ১০ থেকে ১৭ এপ্রিল গড়ে প্রতিদিন ১৩ লাখের বেশি গ্রাহক এ পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধন করেছেন। দেশে মোট ১৩ কোটি সিমের মধ্যে আট কোটির মতো বর্তমানে চালু আছে বলে অপারেটরগুলোর ধারণা।

গত ১৬ ডিসেম্বর বায়োমেট্রিক পদ্ধতি চালু হওয়ার পর আঙুলের ছাপ না দিয়ে নতুন সিম কেনা যাচ্ছে না। পাশাপাশি চলছে পুরনো সিমের পুনঃনিবন্ধন, যা ৩০ এপ্রিলের মধ্যে শেষ করার পরিকল্পনার কথা বলে আসছে সরকার।

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

সওজ প্রকৌশলী ও তার স্ত্রীর অবৈধ সম্পদ ১২ কোটি টাকার

প্রায় সাড়ে ১২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও...

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বেরোবি শিক্ষার্থী তুষারের আত্মহত্যা

রংপুরের সাহেবগঞ্জের তিনমাথার মোড় এলাকার বাসিন্দা এবং বেরোবির শিক্ষার্থী...

বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ

দেশে সরকারি নির্দেশনা অনুযায়ী বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলগুলোর অনুষ্ঠান প্রচার...

রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে এএসআই নিহত

রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম...