রংপুর মেট্রোপলিটন পুলিশ গঠন কবে পাবে বাস্তবে রূপ?

তারিখ:

ঝুলে আছে রংপুর মেট্রোপলিটন পুলিশ এর (আরএমপি) কার্যক্রম

মন্ত্রিসভায় আইনের খসড়া নীতিগত অনুমোদনের পাঁচ মাসেও শুরু হয়নি রংপুর মেট্রোপলিটন পুলিশ এর (আরএমপি) কার্যক্রম। এতে সিটি করপোরেশনের বর্ধিত এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে।

গত বছর ৭ ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে রংপুর মহানগর পুলিশ আইন এবং গাজীপুর মহানগর পুলিশ আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিভাগ বাস্তবায়নের পর এ অঞ্চলের গুরুত্ব অনুধাবন করে রংপুর মেট্রোপলিটন পুলিশ গঠনের সিদ্ধান্ত নেয় সরকার। সে অনুযায়ী মেট্রোপলিটন পুলিশের জনবল, অবকাঠামো, কাজের পরিধি ও কর্ম এলাকা নিয়ে বিস্তারিত প্রস্তাবনা সরকারের দেয় পুলিশ বিভাগ।

২০১০ সালের ২৫ জানুয়ারি রংপুরকে বিভাগ অনুমোদন দেয় মন্ত্রিপরিষদ। একই বছর ৯ মার্চ এ বিভাগের বাস্তবায়ন করা হয় প্রজ্ঞাপণ জারির মাধ্যমে। এরপর প্রায় সাড়ে ৬ বছর অতিবাহিত হয়েছে।

২০১৩ সালের জাতীয় নির্বাচনের পূর্বে ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যেই রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কার্যক্রম শুরুর কথা ছিল। এর মধ্যে রংপুর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করা হয়েছে। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাসহ এলাকার জনগণের সার্বিক কল্যাণে মেট্রোপলিটন পুলিশ এখন পর্যন্ত গঠন করা হয়নি।

আরও পড়তে পারেন: নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে রংপুর মহাসড়ক অবরোধ

বর্তমানে রংপুর সিটি করপোরেশনে ১০ লাখেরও বেশি জনসংখ্যার বসবাস। কিন্তু এতোগুলো মানুষের নিরাপত্তা ও আইনি সহায়তা দিয়ে মাত্র একটি থানা, আর ৩টি ফাঁড়ি দিয়ে কোনো রকমে চলছে রংপুরের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের কার্যক্রম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরকে মেট্রোপলিটন সিটি হিসেবে ঘোষণা করার প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে সংশ্লিষ্ট ফাইলে স্বাক্ষর করেছেন অনেক আগেই। তারপর স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাবনা চূড়ান্ত করে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করার কথা। এর অংশ হিসেবে গত ডিসেম্বরে মন্ত্রীপরিষদের বৈঠকে রংপুর মেট্রোপলিটন পুলিশ আইনের খসড়া অনুমোদন দেয়া হয়। এরপর বিষয়টি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।

এদিকে, রংপুরের সচেতন মহল মনে করছেন, মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু হলে রংপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। অন্যথায় দিনদিন অপরাধীদের অবাধ বিচরণে চুরি-ছিনতাই, খুন ও হত্যার ঘটনা বাড়তেই থাকবে।

এ অঞ্চলের জনগণের নিরাপত্তাসহ আইনি সহযোগিতার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম দ্রুত চালু করা জরুরি হয়ে পড়েছে বলে জানান সাবেক এই চেয়ারম্যান।

এ ব্যাপারে রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক জানান, বিষয়টি এখন আইন মন্ত্রণালয়ে রয়েছে। সেখানকার আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই রংপুর মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু হবে।

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

সওজ প্রকৌশলী ও তার স্ত্রীর অবৈধ সম্পদ ১২ কোটি টাকার

প্রায় সাড়ে ১২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও...

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বেরোবি শিক্ষার্থী তুষারের আত্মহত্যা

রংপুরের সাহেবগঞ্জের তিনমাথার মোড় এলাকার বাসিন্দা এবং বেরোবির শিক্ষার্থী...

বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ

দেশে সরকারি নির্দেশনা অনুযায়ী বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলগুলোর অনুষ্ঠান প্রচার...

রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে এএসআই নিহত

রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম...