১২ বছরের মধ্যে এই প্রথম সাবমেরিন ক্যাবল বন্ধ হচ্ছে আজ থেকে

তারিখ:

গত ১২ বছরের মধ্যে এই প্রথম মেরামতের জন্য দেশের প্রথম সাবমেরিন ক্যাবল (এসইএ-এমই-ডব্লিউই-৪) বন্ধ হচ্ছে বলে জানিয়েছে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান বিএসসিসিএল কর্তৃপক্ষ। সোমবার মধ্যরাত হতে ২৬ অথবা ২৭ অক্টোবর পর্যন্ত এই মেরামত কাজ চলবে। এর ফলে দেশের ইন্টারনেট ব্যবস্থাপনায় একটি বড় রকমের ধাক্কা লাগতে পারে বলেও সংশ্লিষ্টদের আশংকা।

এর আগে কয়েকবার এটি মেরামতের সময় ঠিক করে শেষ পর্যন্ত কাজ শুরু করতে পারেনি বিএসসিসিএল। এ নিয়ে চতুর্থবার মেরামতের সূচী পরিবর্তন করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, মূলত কনসোটিয়ামটির মেরামতের প্রস্তুতি শেষ না হওয়ার কারণে বারবার তারিখ বদল করা হয়েছে।

এই কেবলের ল্যান্ডিং স্টেশন কক্সবাজারে অবস্থিত। ল্যান্ডিং স্টেশন থেকে ১১৫ কিলোমিটার দূরে একটি রিপিটার প্রতিস্থাপনের জন্য ১২ বছরের মধ্যে এই প্রথম এ মেরামতকাজ চলবে বলে জানা গেছে। বিএসসিসিএলের একাধিক কর্মকর্তা জানান, দ্বিতীয় সবমেরিন ক্যাবল চালু হলেও এ পরিস্থিতি পুরোপুরি সামাল দেওয়া যাবে না। এ সময়ে কিছু কিছু সাইট বেশ ধীর গতিতে কাজ করতে পারে।

বিএসসিসিএল সূত্রে জানা যায়, বর্তমানে সাবমেরিন ক্যাবল দেশের মধ্যে ২৫০ জিবিপিএস ব্যন্ডউইথ সরবরাহ করে। দ্বিতীয় ক্যাবলের ক্ষমতা ১৫০০ জিবিপিএস হলেও মাত্র ২০০ জিবিপিএসই ব্যবহার করা যাচ্ছে। ফলে মেরামতের সময় ৫০ জিবিপিএসের ঘাটতি থেকেই যাবে।

বাংলাদেশ ২০০৫ সালে প্রথম সাবমেরিন ক্যাবলের (সাউথ ইস্ট এশিয়া-মিডিল ইস্ট-ওয়েস্টার্ন ইউরোপ-৪) সঙ্গে সংযুক্ত হয়।

বিএসসিসিএল বলছে তারা বিকল্প ব্যবস্থাপনায় ব্যন্ডউইথ নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু এখন পর্যন্ত আয়োজন সম্পন্ন করা সম্ভব হয়নি।

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

সওজ প্রকৌশলী ও তার স্ত্রীর অবৈধ সম্পদ ১২ কোটি টাকার

প্রায় সাড়ে ১২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও...

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বেরোবি শিক্ষার্থী তুষারের আত্মহত্যা

রংপুরের সাহেবগঞ্জের তিনমাথার মোড় এলাকার বাসিন্দা এবং বেরোবির শিক্ষার্থী...

বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ

দেশে সরকারি নির্দেশনা অনুযায়ী বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলগুলোর অনুষ্ঠান প্রচার...

রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে এএসআই নিহত

রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম...