পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো রাস উৎসব

তারিখ:

পুণ্যস্নানের মধ্য দিয়ে সুন্দরবনের দুবলার চরে শেষ হয়েছে ঐতিহ্যবাহী রাস উৎসব। শনিবার (৪ নভেম্বর) ভোরে শ্রী কৃষ্ণের রাস লীলার স্মরণে ইহলৌকিক শান্তি ও পরলোকে স্বর্গ প্রাপ্তির প্রত্যাশায় হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার পুণ্যার্থী পুণ্যস্নান করেন।

কুয়াকাটায় গত বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যায় অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় রাস উৎসবের আনুষ্ঠানিকতা। প্রতি বছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলার চরের আলোরকোলে এই রাস উৎসব শুরু হয়।

উৎসবটি মূলত হিন্দু সম্প্রদায়ের লোকজনের হলেও আসেন অসংখ্য বিদেশি পর্যটক। উৎসবের সময় কুটিরশিল্পের মেলার আয়োজন করা হয়। উৎসবে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সাম্প্রদায়িক সম্প্রীতির এমন সহাবস্থান পর্যটকদের মুগ্ধ করে।

আরও পড়তে পারেন: ডিসেম্বরে রংপুর সিটি করপোরেশন নির্বাচন

তিনদিনের রাস উৎসবকে ঘিরে সুন্দরবনে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। উৎসবে যোগ দিতে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য র‌্যাব, পুলিশ, কোস্টগার্ড ও বনবিভাগ ছিল তৎপর।

উৎসবের সমাপনী দিনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী, বিভাগীয় বন কর্মকর্তা মো. মাহমুদুল হাসান প্রমুখ।

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

সওজ প্রকৌশলী ও তার স্ত্রীর অবৈধ সম্পদ ১২ কোটি টাকার

প্রায় সাড়ে ১২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও...

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বেরোবি শিক্ষার্থী তুষারের আত্মহত্যা

রংপুরের সাহেবগঞ্জের তিনমাথার মোড় এলাকার বাসিন্দা এবং বেরোবির শিক্ষার্থী...

বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ

দেশে সরকারি নির্দেশনা অনুযায়ী বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলগুলোর অনুষ্ঠান প্রচার...

রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে এএসআই নিহত

রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম...