দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন চলবেই

তারিখ:

প্রধান শিক্ষকদের পরের স্কেলেই বেতন দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হাজার হাজার সহকারী প্রধান শিক্ষক আমরণ অনশন শুরু করেছেন। শীতের রাত উপেক্ষা করেও শনিবার (২৩ ডিসেম্বর) থেকে পৌনে চার লাখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের প্রতিনিধিরা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আমরণ অনশন শুরু করেছেন। ‘বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের’ উদ্যাগে এ অনশন কর্মসূচি শুরু হয়। অনশনে জোটের নেতারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আমরণ অনশন চলবেই।

অনশনে শিক্ষকরা বলেন, ‘আমরা বৈষম্যের শিকার। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের বেতন গ্রেডে এক ধাপ পার্থক্য ছিল ১৯৭৩ সালে। সেটা আবার ২০০৬ তে এসে দুই ধাপ পার্থক্য সৃষ্টি হয়। আবার তিন ধাপ পার্থক্য সৃষ্টি হয় ২০১৪ তে এসে। আমরা চার ধাপ নিচে নেমে যাব যদি প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত হয়। তাই প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের পরের গ্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকদের বেতন স্কেল নির্ধারণ করতে হবে।’

দাবি আদায় না হলে (১ জানুয়ারি) সারাদেশে অনুষ্ঠিতব্য পাঠ্যপুস্তক উৎসব বর্জনের হুমকি দিয়েছেন তারা। শহীদ মিনারের সামনে শনিবার সকালে সহকারী শিক্ষক মহাজোটের পক্ষ থেকে নেতারা এ হুমকি দেন। সাধারণ শিক্ষকরাও শিক্ষক নেতাদের সঙ্গে একমত ছিলেন।

আরও পড়তে পারেন: কেন্দ্রীয় ব্যাংককে নিতে হবে সকল ধরনের পদক্ষেপ

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

সওজ প্রকৌশলী ও তার স্ত্রীর অবৈধ সম্পদ ১২ কোটি টাকার

প্রায় সাড়ে ১২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও...

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বেরোবি শিক্ষার্থী তুষারের আত্মহত্যা

রংপুরের সাহেবগঞ্জের তিনমাথার মোড় এলাকার বাসিন্দা এবং বেরোবির শিক্ষার্থী...

বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ

দেশে সরকারি নির্দেশনা অনুযায়ী বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলগুলোর অনুষ্ঠান প্রচার...

রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে এএসআই নিহত

রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম...