কারমাইকেল কলেজ প্রগতিশীল ছাত্রজোটের ডাকে সর্বাত্মক ছাত্র ধর্মঘট

তারিখ:

নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিচার, মিথ্যা মামলা প্রত্যাহার, শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত ও ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রগতিশীল ছাত্রজোট কারমাইকেল কলেজ শাখার ডাকে সর্বাত্মক ছাত্র ধর্মঘট পালিত হয়েছে।

ধর্মঘটের সর্মথনে সকাল থেকে নেতাকর্মীরা অবস্থান করে ও দফায় দফায় পুরো ক্যাম্পাসজুড়ে মিছিল করে। সকাল ১১.৩০ অধ্যক্ষের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কলেজ শাখার সভাপতি হোজায়ফা সাকওয়ান জেলিড। বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি রোকনুজ্জামান রোকন, ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি প্রদীপ বর্মন, ছাত্র ফেডারেশন জেলার সাবেক আহবায়ক প্রত্যয়ী মিজান সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা কাউন্সিল প্রস্তুতি কমিটির আহবায়ক আশিকুল ইসলাম তুহিন, ছাত্র ইউনিয়ন কলেজ শাখার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাপ্পী, ছাত্র ফেডারেশনের কলেজ সহ-সভাপতি মধূসুদন রায়।

সমাবেশ পরিচালনা করেন ছাত্র ফ্রন্ট কারমাইকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক ইমরান সরকার। নেতৃবৃন্দ, ধর্মঘটে নিম্মোক্ত চারদফা দাবি তুলে ধরেন এবং বাস্তবায়নের দাবি জানান।

১. ২৩ জানুয়ারি আন্দোলনরত নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার বিভাগীয় তদন্ত করতে হবে।
২. উপাচার্য কার্যালয়ের সামনে গত ১৫ জানুয়ারি শিক্ষার্থীদের ওপর নির্যাতনের সাথে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি ও প্রশাসন কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
৩. সন্ত্রাস দখলদারিত্বমুক্ত শিক্ষার পরিবেশ নির্মাণ করে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। ঢাকার সাত কলেজের সংকট নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।
৪. হামলায় আহত শিক্ষার্থীদের ব্যয়ভার প্রশাসনকে বহন করতে হবে।

সেইসঙ্গে, সকল শিক্ষার্থীকে ধর্মঘট সফল করার জন্য অভিনন্দন এবং আগামীদিনে ছাত্রজোটের আন্দোলনে যুক্ত থাকার আহবান জানান।

আরও পড়তে পারেন: হিজড়াদের সঙ্গে সংঘর্ষে আহত ৮

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

সওজ প্রকৌশলী ও তার স্ত্রীর অবৈধ সম্পদ ১২ কোটি টাকার

প্রায় সাড়ে ১২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও...

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বেরোবি শিক্ষার্থী তুষারের আত্মহত্যা

রংপুরের সাহেবগঞ্জের তিনমাথার মোড় এলাকার বাসিন্দা এবং বেরোবির শিক্ষার্থী...

বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ

দেশে সরকারি নির্দেশনা অনুযায়ী বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলগুলোর অনুষ্ঠান প্রচার...

রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে এএসআই নিহত

রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম...