ঢাকায় পৌঁছেছেন নরেন্দ্র মোদী

তারিখ:

দুদিনের সফরে প্রথমবারের মতো ঢাকা এলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৮১ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নিচ্ছে এই সফরে, তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী শুক্রবার রাতেই বাংলাদেশে এসে পৌঁছেছেন।

নরেন্দ্র মোদী শনিবার সকাল দশটার কিছু পরে ঢাকায় এসে পৌঁছেছেন। তেনাকে বহনকারী ভারতের বিমান বাহিনীর বিশেষ উড়োজাহাজটি হজরত শাহজালাল বিমান বন্দরে নামে। ‘রাজদূত’ নামের এই উড়োজাহাজটির সামনে দুই পাশে উড়ছিল বাংলাদেশ ও ভারতের পতাকা।

এ সময় লাল গালিচায় অপেক্ষা করছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদী নেমে এলে তাকে অভ্যর্থনা জানান তিনি। লাল শাড়ি পরা একটি শিশু এ সময় ভারতের প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন শুভেচ্ছার ফুল। লাল গালিচা সংবর্ধনার পর মোদীকে দেওয়া হয় গার্ড অফ অনার। দুই প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর সালাম নেন, এসময় বাজানো হয় দুই দেশের জাতীয় সঙ্গীত।

তার এই সফরে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি চুক্তি এবং সমঝোতা সাক্ষর হওয়ার কথা রয়েছে।

নরেন্দ্র মোদীর এই সফরে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে সীমান্ত চুক্তি সাক্ষরের বিষয়টি।

এছাড়া পারস্পরিক যোগাযোগ, অর্থনৈতিক আর অবকাঠামো সহযোগিতাসহ কুড়িটি চুক্তি, সমঝোতা স্মারক আর সম্মতিপত্র সাক্ষরের কথা রয়েছে।

নরেন্দ্র মোদী তাঁর টুইটারে বাংলাদেশে পৌঁছার পর এক বার্তায় লেখেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ। আমি একটি সুন্দর সফর আশা করছি, যা ভারত ও বাংলাদেশের সম্পর্ককে সুদৃঢ় করবে।”

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

সওজ প্রকৌশলী ও তার স্ত্রীর অবৈধ সম্পদ ১২ কোটি টাকার

প্রায় সাড়ে ১২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও...

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বেরোবি শিক্ষার্থী তুষারের আত্মহত্যা

রংপুরের সাহেবগঞ্জের তিনমাথার মোড় এলাকার বাসিন্দা এবং বেরোবির শিক্ষার্থী...

বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ

দেশে সরকারি নির্দেশনা অনুযায়ী বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলগুলোর অনুষ্ঠান প্রচার...

রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে এএসআই নিহত

রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম...