সবুজ হত্যার বিচারের দাবিতে রংপুরে মানববন্ধন, সমাবেশ

তারিখ:

রংপুর নগরীর মাহিগঞ্জ ডিমলা কানুনগোটলা বৈরাগীপাড়ার সবুজ হত্যার সাথে জড়িত সকল আসামীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল ২২ ফেব্রুয়ারি বেলা ১১টায় এলাকাবাসীর উদ্যোগে কাচারী বাজার চত্বরে মানববন্ধন, সমাবেশ ও স্মারকলিপি পেশ করা হয়।

এলাকাবাসী মাসুদ রানার সভাপতিত্বে সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) জেলা কমিটির সদস্য পলাশ কান্তি নাগ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি রোকনুজ্জামান রোকন, সাংস্কৃতিক কর্মী রোস্তম আলী, নাসির উদ্দিন সুমন। এছাড়াও বক্তব্য রাখেন নিহত সবুজের পিতা জাবেদ আলী, আরমান মিয়া, আফতাব হোসেন প্রমূখ।

বক্তারা বলেন, গত বছরের ৯ মার্চ নিজ বাড়িতে খুন হন সবুজ আলী। সবুজ হত্যার ১১ মাস অতিবাহিত হলেও পুলিশ প্রশাসন এখন পর্যন্ত সকল আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়নি। আসামীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

এমনকি আসামীরা সবুজ হত্যা মামলার বাদী জাবেদ আলীকে মামলা তুলে নেয়ার জন্য অব্যাহতভাবে হুমকি দিয়ে আসছে। আসামীদের গ্রেফতারে পুলিশ প্রশাসনের ব্যর্থতার কারণে পুলিশের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

নেতৃবৃন্দ আরো বলেন, বিচারহীনতার যে সংস্কৃতি আমাদের দেশে চলছে তাই দৃষ্কৃতকারীদের অপরাধ প্রবণতাকে বাড়িয়ে তুলছে। আজ সকল খুন-সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। তাছাড়া শুধুমাত্র ব্যর্থ পুলিশ প্রশাসনের উপর নির্ভর করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না।

নেতৃবৃন্দ, অবিলম্বে সবুজ হত্যার সাথে জড়িত সকল আসামীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। পরে এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরারব স্মারকলিপি পেশ করা হয়।

আরও পড়তে পারেন: অবসরে যাবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

সওজ প্রকৌশলী ও তার স্ত্রীর অবৈধ সম্পদ ১২ কোটি টাকার

প্রায় সাড়ে ১২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও...

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বেরোবি শিক্ষার্থী তুষারের আত্মহত্যা

রংপুরের সাহেবগঞ্জের তিনমাথার মোড় এলাকার বাসিন্দা এবং বেরোবির শিক্ষার্থী...

বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ

দেশে সরকারি নির্দেশনা অনুযায়ী বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলগুলোর অনুষ্ঠান প্রচার...

রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে এএসআই নিহত

রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম...