মাদক সন্ত্রাস, বাল্যবিবাহ ও জঙ্গিবাদ নির্মূলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

তারিখ:

মাদক সন্ত্রাস, বাল্যবিবাহ ও জঙ্গিবাদ নির্মূলে প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি নাগরিককে এগিয়ে আসতে হবে। তাদের ঐক্যবদ্ধভাবে সমাজ বির্নিমানে কাজ করতে হবে। পাশাপাশি কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদের এগিয়ে আসতেও হবে। কারণ প্রশাসনের একার পক্ষে মাদক সন্ত্রাস বাল্যবিয়ে ও নাশকতামূলক কর্মকান্ড বন্ধ করা সম্ভব না। এজন্য পুলিশিং কমিটির সদস্যদের পাশাপাশি এলাকার তরুণ ও যুব সমাজকে এগিয়ে এসে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আরও পড়তে পারেন: পীরগঞ্জে রূপালী হেলথ কেয়ার ফাউন্ডেশনের কার্বন হ্রাস করণ প্রকল্পের উদ্বোধনী সভা অনুষ্ঠিত

গতকাল বৃহস্পতিবার সকালে রংপুর মহানগরীর ৩২ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ও সমাজ জাগরণ কমিটির আয়োজনে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ এবং শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। সমাজ জাগরণ কমিটির সভাপতি মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিং রংপুর জেলা ও বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য সচিব সাংবাদিক সুশান্ত ভৌমিক, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুর হমান সাইফ, রংপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ এবিএম জাহিদুল ইসলাম, মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর ইদ্রিস আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের দিদার, মনছুর আলী, ওভাসীজের চেয়ারম্যান শাহ ইমরান আলী, কমিউনিটি পুলিশিং কমিটির ৩২ নং ওর্য়াডের সভাপতি মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজ জাগরণ কমিটির সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, কমিউনিটি পুলিশিং ৩২ নং ওয়ার্ড কমিটির সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম সিকদার, তালুক তামপাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম, সাংবাদিক হারুন উর রশিদ সোহেল, ৩২ নং ওয়ার্ড নাগরিক কমিটির সভাপতি রাশেদা বেগম, ধর্মদাস লক্ষনপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মিজানুর রহমান, প্রমুখ।

আরও পড়তে পারেন: রংপুরে পথচারীর ফুটপাত দখল করে রেখেছে BRTC ও মাইক্রোবাস চালকরা

বক্তারা আরো বলেন, আজকের তরুণ ও যুবসমাজ আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে। এজন্য নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। এতে অনেক বাঁধা-বিপত্তির সম্মুখীন হতে হবে। জীবনকে সুন্দরভাবে তৈরী করার প্রধান অন্তরায় বাল্যবিয়ে, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ। এসব বাঁধা যতই আসুক সেই সব বাধা রুখে দিয়ে এগিয়ে যেতে হবে। সমাবেশে বক্তারা বর্তমান সমাজকে বাল্য বিবাহ, মাদক ও জঙ্গীবাদের হাত থেকে রক্ষা করতে অভিভাবকদের আরো সচেতন হওয়ার আহবান জানান।

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

সওজ প্রকৌশলী ও তার স্ত্রীর অবৈধ সম্পদ ১২ কোটি টাকার

প্রায় সাড়ে ১২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও...

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বেরোবি শিক্ষার্থী তুষারের আত্মহত্যা

রংপুরের সাহেবগঞ্জের তিনমাথার মোড় এলাকার বাসিন্দা এবং বেরোবির শিক্ষার্থী...

বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ

দেশে সরকারি নির্দেশনা অনুযায়ী বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলগুলোর অনুষ্ঠান প্রচার...

রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে এএসআই নিহত

রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম...