মুক্তমনার পক্ষে ‘দ্য ববস’ পুরস্কার নিলেন বন্যা

তারিখ:

জার্মান মিডিয়া সংস্থা ডয়চে ভেলে ২০১৫ সালে ‘দ্য বব্স – বেস্ট অফ অনলাইন অ্যাক্টিভিজম’ অ্যাওয়ার্ডের ‘সামাজিক পরিবর্তন’ বিভাগের জুরি অ্যাওয়ার্ড দেয় মুক্তমনা ব্লগকে। জার্মানির বন শহরে অনুষ্ঠিত গ্লোবাল মিডিয়া ফোরামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ২৩ জুন মুক্তমনার পক্ষ থেকে পুরস্কারটি গ্রহণ করেন মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা নিহত অভিজিৎ রায়ের স্ত্রী রাফিদা আহমেদ বন্যা।

ডয়চে ভেলে ২০০৮ সাল থেকে গ্লোবাল মিডিয়া ফোরামটি আয়োজন করে চলেছে, এবং এ বছর এতে একশরও বেশি দেশের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

গত ফেব্রুয়ারিতে ঢাকায় সন্ত্রাসীর চাপাতির আঘাতে নিহত ব্লগার-লেখক অভিজিৎ ও বন্যার কাজের স্বীকৃতি হিসেবে মুক্তমনাকে এই পুরস্কার দেওয়া হয়েছে বলে ডয়চে ভেলের পক্ষ থেকে জানানো হয়েছে।

ডয়েচে ভেলে বলেছে, ধর্ম নিরপেক্ষতা ও বিজ্ঞানমনস্কতা নিয়ে মুক্তমনার কাজে ‘বাংলাদেশে ধর্মীয় মৌলবাদীরা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং সেখান থেকে তারা হত্যার জন্য ৮৪ জন ব্লগার ও সাংবাদিকের একটি তালিকা প্রকাশ করে, যাদের আটজনকে এরইমধ্যে মেরে ফেলা হয়েছে’।

মুক্তমনাকে এই পুরস্কার বিশ্বব্যাপী ‘বিপদকে মাথায় নিয়ে কাজ করে যাওয়া সব নারী-পুরুষের মনোযোগ কেড়েছে’ বলে বলছে দ্য ববস জুরিমণ্ডলী।

বন্যা আহমেদের হাতে পুরস্কার
ডয়েচে ভেলের পক্ষ থেকে বন্যা আহমেদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন ‘দ্য ববস’ অ্যাওয়ার্ডের জুরি শহিদুল আলম, ছবি: ডয়চে ভেলের সৌজন্যে

পুরষ্কার গ্রহণের পর বন্যা আহমেদ বলেন, “মুক্তমনার যে কোনো অর্জন বা প্রাপ্তি অভিজিতের কাছে ছিল দুনিয়া পাওয়ার মতো ব্যাপার৷ মুক্তমান ছিল অভিজিতের গর্ব এবং আনন্দ। এই অ্যাওয়ার্ড গ্রহণ করতে পারলে তার চেয়ে সন্তুষ্ট কেউ হতে পারত না। দ্য বব্স অ্যাওয়ার্ড মুক্তমনা মডারেশন টিম, ব্লগার এবং সামগ্রিকভাবে মুক্তমনা কমিউনিটিকে তাদের সংগ্রাম চালিয়ে যেতে সহায়তা করবে।”

ধর্মীয় উগ্রবাদীদের হুমকির মুখে থাকা যুক্তরাষ্ট্রের নাগরিক অভিজিৎ ও বন্যা বইমেলায় অংশ নিতে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে ফিরলে তাদের উপর হামলা হয়।

গত ২৬ ফেব্রুয়ারি রাতে বইমেলা সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় হামলাকারীদের চাপাতির আঘাতে নিহত হন অভিজিৎ। হামলায় প্রাণে বেঁচে গেলেও এক আঙুল হারান বন্যা। মাথায়ও গুরুতর আঘাত পান তিনি।

ডয়চে ভেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “অভিজিৎ রায় হত্যাকাণ্ডের পর মুক্তমনা ব্লগ সাইট কয়েকবার হ্যাকারদের আক্রমণের শিকার হয়৷ সেই সময় মুক্তমনা টিম নিরলস পরিশ্রম করে সাইটটিকে সক্রিয় রেখেছেন৷ এমনকি সার্ভারও পরিবর্তন করা হয়েছে৷”

দ্য ববস’র ‘শিল্প ও সংবাদমাধ্যম’ ক্যাটাগরিতে জুরি অ্যাওয়ার্ড জয় করেছে ‘জয়তুন, দ্য লিটল রিফিউজি’ প্রকল্প৷ সিরিয়ার গৃহযুদ্ধের কবলে পড়ে গৃহহীন সিরীয়-ফিলিস্তিনি শরণার্থী জয়তুন-এর জীবনসংগ্রাম তুলে ধরা হয়েছে এই ব্লগে। এছাড়া গোপনীয়তা ও তথ্য সুরক্ষা বিভাগে জুরি অ্যাওয়ার্ড পেয়েছে মেক্সিকোর ‘রেনকো ইলেক্ট্রোনিকো’ প্রকল্প৷

প্রতিযোগিতায় বাক স্বাধীনতা অ্যাওয়ার্ড পেয়েছেন সৌদি আরবে কারাবন্দি ব্লগার রাইফ বাদাউয়ি। ইসলাম ‘অবমাননার’ অভিযোগে গত বছর মে মাসে এই ব্লগারকে এক হাজার বেত্রাঘাত, ১০ বছরের কারাদণ্ড ও বড় অঙ্কের জরিমানা করে সৌদি কর্তৃপক্ষ।

দ্য বব্স জুরীদের সঙ্গে বিজয়ীরা
(বাম থেকে ডানে) মেক্সিকোর রাঞ্চো এলেক্‌ত্রোনিকো’র রুবেন ওমর ভালেন্সিয়া পেরেস, মুক্তমনার বন্যা আহমেদ, এবং জাইতুন এর নির্মাতা, ডয়চে ভেলের সৌজন্যে

এছাড়া এবছর প্রতিযোগিতায় ভাষাভিত্তিক বিভাগে বাংলায় ‘পিপলস চয়েস অ্যাওয়ার্ড’ পেয়েছে ‘টুনস ম্যাগাজিন’৷ ইউরোপ প্রবাসী কার্টুনিস্ট আরিফুর রহমান এ সাময়িকী সম্পাদনা করেন। তিনি ২০০৭ সালে একটি কার্টুনকে কেন্দ্র করে বাংলাদেশে গ্রেপ্তার হয়েছিলেন।

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

সওজ প্রকৌশলী ও তার স্ত্রীর অবৈধ সম্পদ ১২ কোটি টাকার

প্রায় সাড়ে ১২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও...

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বেরোবি শিক্ষার্থী তুষারের আত্মহত্যা

রংপুরের সাহেবগঞ্জের তিনমাথার মোড় এলাকার বাসিন্দা এবং বেরোবির শিক্ষার্থী...

বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ

দেশে সরকারি নির্দেশনা অনুযায়ী বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলগুলোর অনুষ্ঠান প্রচার...

রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে এএসআই নিহত

রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম...