মেয়ে – তনুজা বড়ুয়া

তারিখ:

এই মেয়ে পারিস না শাড়ি সামলাতে-
তাই পড়ে যাস ভদ্রলোকের হামলাতে।
কেন করিস এতো রঙ্গিন সাজ-সজ্জা,
ঘরে বসে থাক ভেজিয়ে সদর দরজা।

কানের কাছে বাহারি ফুল কেন গো দিস সাজিয়ে-
জানিস না তুই মৌমাছি সব হুল দেবে সেঁধিয়ে ?
পিঠ দেখিয়ে বড্ড চলিস দোষ বুঝি তোর নাই ?
ভিড়- ভাট্টায় তুই ঢুকেছিস অপরাধ তোর তাই।

তোকে একটা উপদেশ দিই শুনে রাখ মেয়ে –
ভুল করিসনে নিজেকে তুই মানুষ ভেবে নিয়ে।
সমাজে তুই ভোগের বস্তু , আকর্ষণ আর লোভ,
তোর দিকেই তাকিয়ে থাকে নিয়ে মনের ক্ষোভ।
কেন তুই বাইরে যাবি , গান গাইবি প্রাণখুলে-
তোকে দেখলেই বরাহ ছুটে লিঙ্গখানা তুলে।

ঘরের মেয়ে ঘরেই থাক , মান সম্মান পাকা
তোর ইজ্জত পাতালপুরের রুপোর কৌটায় রাখা।
সব খুইয়ে যদি আসিস মুখ দেখাবি কি করে?
অপমান আর লজ্জায় তোর লাশ ঝুলবে ঘরে।
এইভাবে শিখে নিবি বেঁচে থাকা প্রতিদিন-
তোর পায়ে সোনার শিকল বাঁধা চিরদিন।

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

কেউ সালামি দেয়নি (প্যারোডি) – এ.এইচ.এম মোবাশ্বের

কেউ সালামি দেয়নি, বাইশ বছর কাটলো কেউ সালামি দেয়নি।ছেলেবেলায়...

নাক ডাকা – অপূর্ব বর্মন

নাক ডাকে আর নিত্য জাগে,শব্দ ছোটে সবার আগে;নাগরাটার আর...

পঙক্তির বেশে – তাহসীন জাওয়াদ

কত রঙিন এসব অগোছালো রঙঅস্ফুটস্বরে সবই আজ একাকারযাদের মাঝে...

হারানো তুমি – সুব্রত কুমার বর্মন

সত্তার অন্তরালে লুকিয়ে থাকা কিছু সত্য,অথবা কিছু মিথ্যের আড়ালে...