পীরগঞ্জে আধা ঘন্টার ব্যবধানে ২টি সড়ক দুর্ঘটনা, নিহত ৪ আহত অর্ধশতাধিক

তারিখ:

পীরগঞ্জে আধা ঘন্টার ব্যবধানে ২টি সড়ক দুর্ঘটনা একই পরিবারের শিশুসহ নিহত ৪; আহত অর্ধশতাধিক

রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জে আধা ঘন্টার ব্যবধানে ২টি সড়ক দুর্ঘটনা, উজিরপুর ও শুকানচৌকি কলাবাগান নামক স্থানে দুর্ঘটনায় ৪ জন নিহতসহ অর্ধশতাধিক আহতের ঘটনা ঘটেছে।

আজ সোমবার ইফতারের আগে ও পরে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, গাইবান্ধা থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো ট-৫০৩১ নম্বরের যাত্রীবাহী বিআরটিসি বাস ইফতারের আগ মুহুর্তে আংরার ব্রীজের কাছে উজিরপুর নামক স্থানে দুর্ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে পার্শ্ববর্তী গভীর খাদে পড়ে যায়। এ সময় ২/৩ মাস বয়সের শিশুসহ একই সীটে বসে থাকা একজন পুরুষ ও একজন মহিলা নিহত হয়। রিপোর্ট লেখা পর্যন্ত এদের পরিচয় মেলেনি। ওই বাসের আহত যাত্রীরা জানান, পুরুষ ও মহিলা দুজন নিহত শিশুর বাবা-মা।

আরও পড়তে পারেন: গাছের সাথে ঝুলন্ত অবস্থায় এক যুবকের রহস্যজনক মৃত্যু

এদিকে আনোয়ারা, জুয়েল, সুমন, বদর উদ্দিনসহ আহত অবস্থায় ২০ জনকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম জানান, ‘অধিকাংশ যাত্রী ধাপেরহাট, পলাশবাড়ী, পীরগঞ্জ, শঠিবাড়ী ও মিঠাপুকুর এলাকার। নিহতদের পরিচয় জানতে চেষ্টা করছি। দুর্ঘটনা কবলিত বিআরটিসি বাসটি বড়দরগাহ হাইওয়ে ফাঁড়ি পুলিশ আটক করেছে।’

এদিকে ওই ঘটনার আধাঘন্টা পর শুকানচৌকি কলাবাগান নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা ডিপজল পরিবহনের একটি বাস খোয়া ভাঙ্গা (ইট) মেশিন বহনকারী ভটভটির সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে উল্টে যায়। এ সময় বিদ্যুতের তারের সাথে ধাক্কা লাগায় পার্শ্ববর্তী বাড়িতে আগুন ধরে। আগুন নিয়ন্ত্রণে আনতে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়। যাত্রীবাহী বাস উল্টে ৩০ জন যাত্রী আহত হয়। রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থল থেকে আহতের উদ্ধারে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ এবং থানা পুলিশ সদস্যরা কাজ করছিল। দুর্ঘটনার ফলে মহাসড়কের দুই দিকে শত শত গাড়ি ঘন্টাব্যাপী যানজটে আটকে যায়।

ওই ইট ভাঙ্গা মেশিন বহনকারী ভটভটির চালক সুজন কুমার পাল (২২) কে গুরুতর আহত অবস্থায় প্রথমে পীরগঞ্জ হাসপাতালে পরবর্তীতে রংপুর মেডিকেলে স্থানান্তর করা হয়। রংপুর মেডিকেলে নেওয়া পরপরই প্রচন্ড রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়। সে পীরগঞ্জ উপজেলার কুমারপাড়ার পুলিন পালের ছেলে।

এদিকে হাসপাতালে কর্তব্যরত ডাক্তাররা আহতের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। দ্রুত চিকিৎসা দিতে আহতের রংপুর মেডিকেল কলেজে স্থানান্তর করা হচ্ছে।

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্র পুলিশের অতিরিক্ত ডিআইজি

পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শাহজাদা মো. আসাদুজ্জামান...

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ

বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের...

১স্টার স্বীকৃতি পেল পীরগঞ্জ ফুটবল একাডেমি

ফিফা এএফসি ও বাফুফে কর্তৃক নিবন্ধিত একাডেমিতে ১স্টার স্বীকৃতি...

ড.এম এ ওয়াজেদ মিয়ার ১৩তম মৃত্যুবার্ষিকীতে পীরগঞ্জ ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর...