পীরগঞ্জ উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল – বিজয়ী হলেন যারা

তারিখ:

বন্যায় স্থগিত হওয়া রংপুরের পীরগঞ্জ উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছে গতকাল ২৪ সেপ্টেম্বর। উপজেলার সদর, রায়পুর ও রামনাথপুর এই তিনটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই তিন ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৪ জন, সংরক্ষিত মহিলা আসনে ৩৭ জন এবং সাধারণ সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১২৮ জন প্রার্থী।

সরকারিভাবে চেয়ারম্যান পদে আ’লীগের মনোনীত ২ জন এবং ১ জন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীকে বিজয়ীরা হলেন সদর ইউপিতে (৯নং পীরগঞ্জ) নুরুল ইসলাম ময়না ও ১৩ নং রামনাথপুর ইউপিতে সাদেকুল ইসলাম। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৮ নং রায়পুর ইউপিতে ঘোড়া প্রতীকে বিজয়ী হয়েছে আলহাজ্জ সায়দুর রহমান দুলাল। অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে জানান বিজয়ীরা।

তিন ইউপিতে ভোটের বিস্তারিত ফলাফল-

৮ নং ইউনিয়নের ফলাফল:
মোট ভোটার- ১৪,৫৫৫ কেন্দ্র সংখ্যা- ০৯ টি। বিজয়ী প্রার্থী- আলহাজ্জ সায়দুর রহমান দুলাল, মার্কা- ঘোড়া, ৪৫১৫ ভোট। গোলাম মোস্তফা, মার্কা- মোটরসাইকেল, ৩৭৮ ভোট। বিএনপি মোস্তফা, মার্কা- ধানের শীষ, ১১৮ ভোট। রেজাউল করীম নান্নু, মার্কা- নৌকা, ৪০১১ ভোট। আনিছুর রহমান, মার্কা- আনারস, ৩১৪২ ভোট।

আরও পড়তে পারেন: আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো পীরগঞ্জ ইয়ুথ ফোরাম

৯ নং পীরগঞ্জ ইউনিয়নের ফলাফল:
মোট ভোটার- ১৬,৩৩৪ কেন্দ্র সংখ্যা- ১২ টি। বিজয়ী প্রার্থী – নুরুল ইসলাম ময়না, মার্কা- নৌকা, ৭০২০ ভোট। বাকি প্রার্থীরা – মীর মোহাম্মদ আলী মানিক, মার্কা- মশাল, ২৯৭ ভোট। মোস্তাফিজুর রহমান, মার্কা- আনারস, ৫৭২৪ ভোট।

১৩ নং রামনাথপুর ইউনিয়নের ফলাফল:
মোট ভোটার- ২২,৯২৫ কেন্দ্র সংখ্যা- ১৩ টি। বিজয়ী হয়েছেন- সাদেকুল ইসলাম, মার্কা নৌকা- ১০,০৩৪ ভোট। আইয়ুব আলী, মার্কা- লাঙ্গল, ১৬৩১ ভোট। আব্দুস সালাম, মার্কা- ধানের শীষ, ২৮৮ ভোট। জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, মার্কা- ঘোড়া, ৩১৫৫ ভোট। একরামুল হক, মার্কা- আনারস, ১৩৯১ ভোট।  সরোয়ার জাহান আইয়ুব, মার্কা- মোটরসাইকেল, ২৮৯৭ ভোট।

উল্লেখ্য পীরগঞ্জ পৌরসভার সীমানাসংক্রান্ত জটিলতার কারণে উপজেলা সদর, রায়পুর ও রামনাথপুর ইউনিয়নে যথাসময়ে নির্বাচন হয়নি। পরবর্তীতে নির্বাচনের তারিখ ঠিক হলেও দেশের বন্যা পরিস্থিতির কারণে নির্বাচন স্থগিত করা হয়। যা গতকাল তারিখ নির্ধারণ করা হয়েছিলো।

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্র পুলিশের অতিরিক্ত ডিআইজি

পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শাহজাদা মো. আসাদুজ্জামান...

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ

বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের...

১স্টার স্বীকৃতি পেল পীরগঞ্জ ফুটবল একাডেমি

ফিফা এএফসি ও বাফুফে কর্তৃক নিবন্ধিত একাডেমিতে ১স্টার স্বীকৃতি...

ড.এম এ ওয়াজেদ মিয়ার ১৩তম মৃত্যুবার্ষিকীতে পীরগঞ্জ ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর...