আঁধারের পাড়ে

তারিখ:

ঘরের মাঝে আলোহীন আঁধারে,

জানালার ওপাশে ডুবো সূর্য পরে ঢলে।

ক্রমশ আঁধার বাড়ে পৃথিবীপাড়ে।

বাতাসের ঘ্রাণে ঘুরে,

উইগুলো আসে ঘরে,

আলোয় আলোয় উড়ে ক্লান্ত ডানার ভাড়ে।

কালো আকাশের বুক চিড়ে,

লক্ষীপেঁচাটা একাকী ওড়ে,

কোন শিমুল গাছের ডালে বসবার তরে।

আকাশে আলোর মৃদু জোয়ারে,

চাঁদটা ছড়ায় জোৎস্না মেঘকোলে,

পৃথিবীর তমসা সরিয়ে দূরে।

কিছু জোৎস্না কণা ভেসে ভেসে,

বাতাস পালের নৌকোতে বসে,

ঢুকে পরে জানালা গলে আমার এ আঁধার ঘরে।

আধারে মায়া কেটে,

আমি উঠে বসি পরে,

স্বপ্নরথের লাগাম ধরে তোমাতে বিভোরের ছলে।

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

মিঠুন চন্দ্র
মিঠুন চন্দ্র
মিঠুন চন্দ্র মহন্ত লেখক সেই সাথে অ্যানিমেশন এবং ভিএফএক্স আর্টিস্ট।

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

কেউ সালামি দেয়নি (প্যারোডি) – এ.এইচ.এম মোবাশ্বের

কেউ সালামি দেয়নি, বাইশ বছর কাটলো কেউ সালামি দেয়নি।ছেলেবেলায়...

নাক ডাকা – অপূর্ব বর্মন

নাক ডাকে আর নিত্য জাগে,শব্দ ছোটে সবার আগে;নাগরাটার আর...

পঙক্তির বেশে – তাহসীন জাওয়াদ

কত রঙিন এসব অগোছালো রঙঅস্ফুটস্বরে সবই আজ একাকারযাদের মাঝে...

হারানো তুমি – সুব্রত কুমার বর্মন

সত্তার অন্তরালে লুকিয়ে থাকা কিছু সত্য,অথবা কিছু মিথ্যের আড়ালে...