বিদেশ যেতে করোনা সনদ বাধ্যতামূলক, প্রতিষ্ঠানের বাইরে পরীক্ষা নয়

তারিখ:

আগামী ২৩ জুলাই থেকে সরকারি নির্দেশ অনুযায়ী বাংলাদেশ থেকে বিমানে বিদেশগামী যাত্রীদের জন্য করোনা সনদ বাধ্যতামূলক করা হয়েছে। সেই সাথে সরকারি নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট ১৬ টি সরকারি হাসপাতাল / প্রতিষ্ঠান ছাড়া করোনা পরীক্ষা করানো যাবে না। বিস্তারিত তথ্যের জন্য বিমান কল সেন্টার : ০১৭৭৭৭১৫৬১৩-১৬ এবং বিমান ওয়েবসাইট: www.biman-airlines.com যোগাযোগ করতে বলা হয়েছে।

১৮ জুলাই (শনিবার) বিমান বাংলাদেশের ওয়েবসাইটে নির্দেশনাগুলো প্রকাশ করা হয়েছে। সেগুলো হলো :
১। বিদেশ যাত্রার ৭২ ঘণ্টা বা ৩দিন পূর্বে কোন নমুনা সংগ্রহ করা হবে না এবং যাত্রার ২৪ ঘন্টা পূর্বে রিপোর্ট ডেলিভারি গ্রহণের ব্যবস্থা করতে হবে।
২। নমুনা প্রদানের সময় যাত্রীদের বিমান টিকেট ও পাসপোর্ট উপস্থাপন করে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।
৩। কোভিড-১৯ বা করোনা পরীক্ষার নিমিত্তে নির্দিষ্টকৃত পরীক্ষাগার যে জেলায় অবস্থিত সে জেলার সিভিল সার্জন অফিসে স্থাপিত পৃথক বুথে তাদের নমুনা প্রদান করবেন।
৪। নমুনা প্রদানের পর থেকে যাত্রার সময় পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তি আবশ্যিকভাবে আইসোলেশনে থাকবেন।
৫। বিদেশ যাত্রীদের করোনা পরীক্ষা সনদ প্রাপ্তির জন্য ল্যাবে গিয়ে নমুনা প্রদানের ক্ষেত্রে ৩ হাজার ৫০০ টাকা এবং বাড়ি থেকে নমুনা সংগ্রহে ৪ হাজার ৫০০ টাকা ফি প্রদান করতে হবে।

আরও পড়তে পারেন: মাঠে অনুশীলন করতে যাচ্ছেন ৯ জন ক্রিকেটার

যে ১৬টি হাসপাতাল বা প্রতিষ্ঠানে করোনা পরীক্ষা করাতে হবে:
১। ন্যাশনাল ইনস্টটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার, ঢাকা।
২। ইস্টউটিট অব পাবলিক হেলথ, ঢাকা।
৩। ন্যাশনাল ইনস্টটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন, ঢাকা।
৪। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশন ডিজিজেস, চট্টগ্রাম।
৫। শেরে বাংলা মেডিকেল কলেজ, বরিশাল (এসবিএমসি)।
৬। কুমিল্লা মেডিকেল কলেজ।
৭। কক্সবাজার মেডিকেল কলেজ।
৮। নারায়ণগঞ্জ তিনশ শয্যা হাসপাতাল।
৯। খুলনা মেডিকেল কলেজ।
১০। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ।
১১। ময়মনসিংহ মেডিকেল কলেজ।
১২। রংপুর মেডিকেল কলেজ।
১৩। রাজশাহী মেডিকেল কলেজ।
১৪। এম আবদুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর।
১৫। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া।
১৬। কুষ্টিয়া মেডিকেল কলেজ।

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

সওজ প্রকৌশলী ও তার স্ত্রীর অবৈধ সম্পদ ১২ কোটি টাকার

প্রায় সাড়ে ১২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও...

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বেরোবি শিক্ষার্থী তুষারের আত্মহত্যা

রংপুরের সাহেবগঞ্জের তিনমাথার মোড় এলাকার বাসিন্দা এবং বেরোবির শিক্ষার্থী...

বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ

দেশে সরকারি নির্দেশনা অনুযায়ী বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলগুলোর অনুষ্ঠান প্রচার...

রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে এএসআই নিহত

রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম...