শ্যামল কান্তি স্বপদে বহাল, স্কুল কমিটি বাতিল

তারিখ:

বেআইনীভাবে বরখাস্ত পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি কে স্বপদে বহাল, পরিচালনা কমিটি বাতিল

নারায়ণগঞ্জে প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিতের পর বরখাস্ত করা পিয়ার সাত্তার উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি বাতিল ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী।

বৃহস্পতিবার রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

শিক্ষামন্ত্রী বলেন, এটি একটি চরম অসভ্যতা, ন্যাক্কারজনক ঘটনা, শিক্ষকের সম্মান সবার আগে। এই কমিটি অযোগ্য প্রমাণিত হয়েছে। তারা অন্যায় সিদ্ধান্ত নিয়ে প্রধান শিক্ষককে বরখাস্ত করেছে যা সম্পূর্ণ বেআইনি। বিধায় এই কমিটিকে বাতিল করা হল। এছাড়া নারায়ণগঞ্জের জেলা প্রসাশককে প্রধান করে নতুন কমিটি করে দেয়া হয়েছে। আপাতত নতুন কমিটি কাজ করবে বলে জানান শিক্ষামন্ত্রী।

আরও পড়তে পারেন: পীরগঞ্জ থেকে মাধ্যমিক পরীক্ষায় এবার এ+ পেয়েছে ২৪১ জন

তিনি বলেন, “এই ঘটনা অত্যন্ত পীড়াদায়ক ছিল। একটি অসভ্যতার পক্ষে দাঁড়ানো কোন কমিটিকে বহাল রাখা যায় না। যে কমিটি অন্যায়ভাবে শিক্ষককে বাতিল করেছিল তাদেরকেই আমরা এখন বাতিল করে দিলাম”।

হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে রুল জারি করার পর শিক্ষা মন্ত্রণালয় তাদের উপর অর্পিত ব্যবস্থা নিলো বলেও জানান তিনি।

সাংসদ সেলিম ওসমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া প্রসঙ্গে তিনি বলেন, এই দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তারা সেই ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমি আশা করি।

লাঞ্ছনার ঘটনায় সকলকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, দেশের জনগণের ন্যায়ের পথে থাকার সহমর্মিতা বিলুপ্ত হয়ে যায়নি। শিক্ষার্থী, শিক্ষক, জনগণ, অভিভাবক নানা পন্থায় প্রতিবাদ করেছেন, এজন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা খুবই শক্তি অনুধাবন করছি এবং মনে করছি সারা দেশবাসী অন্যায়ের বিপক্ষে আছি, ন্যায়ের পক্ষে আছি। শিক্ষকের মর্যাদার বিষয়ে সমাজের মৌলিক দিক এর মধ্যে দিয়ে ফুটে উঠেছে। এ ধরনের ঘটনার নিন্দা ও ঘৃণা জানাচ্ছি, খুবই ঘৃণাজনক, কখনও হতে পারে না।

গত ১৩ মে পিয়ার সাত্তার বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কান ধরে উঠবস করান জাতীয় পার্টির স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান। এ ঘটনা সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। দেশব্যাপী ওঠে প্রতিবাদের ঝড়। এর মধ্যেই ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করে স্কুল কমিটি।

নারায়ণগঞ্জে শিক্ষক নির্যাতনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না জানতে চেয়ে ১৮ মে রুল জারি করেন হাইকোর্ট। তিন দিনের মধ্যে পুলিশ সুপারকে প্রতিবেদন দিতেও নির্দেশ দেওয়া হয়।

এর আগে সরকারের শিক্ষমন্ত্রী ও আইনমন্ত্রী বিষয়টির বিচারের আশ্বাস দেন।

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

সওজ প্রকৌশলী ও তার স্ত্রীর অবৈধ সম্পদ ১২ কোটি টাকার

প্রায় সাড়ে ১২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও...

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বেরোবি শিক্ষার্থী তুষারের আত্মহত্যা

রংপুরের সাহেবগঞ্জের তিনমাথার মোড় এলাকার বাসিন্দা এবং বেরোবির শিক্ষার্থী...

বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ

দেশে সরকারি নির্দেশনা অনুযায়ী বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলগুলোর অনুষ্ঠান প্রচার...

রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে এএসআই নিহত

রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম...