স্মৃতি – প্রতিমা কাঞ্চন

তারিখ:

স্মৃতি বিজরিত দিনগুলি মোর
ঝরায় রক্তপাত,
শুষ্ক মেদীনি করে প্রতিধ্বনি,
হতাশায় ঘনডাক।
যেন মৌন ব্রতধারী, লুকায়ে  আপনি,
মরে না মুখে বাক।
কাঁটা  দিয়ে  ক্ষত, বেদনায় ভীত
নির্জনে, স্মৃতির কষাঘাত।
নেই আকা-বাকা, বেদনায় ঢাকা,
মেটে নাই অবসাদ।
মনে হয় অনুমানি, লক্ষ বছর দিনগুলি,
তবু শেষ হয় নাতো পথ।
কলম বহিছে ডাকি, খাতা দেয় বুক পাতি,
লিখে যাও জীবন কাহিনী।
তাহাতে আসিবে সুখ, স্মৃতি ঘেরা মন দুঃখ
কেটে যাবে আধার যামিনী।
যে দিনগুলি চলে যায়
ফিরে না কভু হায়
মিছে খেদ, মিছে মগ্নতায়
স্মৃতি বিজরিত দিনগুলি
মোর ঝরায় রক্তপাত।

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

কেউ সালামি দেয়নি (প্যারোডি) – এ.এইচ.এম মোবাশ্বের

কেউ সালামি দেয়নি, বাইশ বছর কাটলো কেউ সালামি দেয়নি।ছেলেবেলায়...

নাক ডাকা – অপূর্ব বর্মন

নাক ডাকে আর নিত্য জাগে,শব্দ ছোটে সবার আগে;নাগরাটার আর...

পঙক্তির বেশে – তাহসীন জাওয়াদ

কত রঙিন এসব অগোছালো রঙঅস্ফুটস্বরে সবই আজ একাকারযাদের মাঝে...

হারানো তুমি – সুব্রত কুমার বর্মন

সত্তার অন্তরালে লুকিয়ে থাকা কিছু সত্য,অথবা কিছু মিথ্যের আড়ালে...